কলকাতা: তাঁর 'বাড়ির সামনেটা ভাগাড়ে পরিণত হয়েছে'। সোশ্যাল মিডিয়ায় রবিবার এভাবেই প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন গায়িকা ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। ক্ষোভ প্রকাশ করলেন যাঁরা এভাবে দিনের পর দিন রাস্তা নোংরা করছেন তাঁদের ওপরও। বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করে লিলুয়ার (Liluah) রাস্তার করুণ অবস্থার কথা জানালেন শিল্পী। ঠিক কী হয়েছে?
বালি পুরসভার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ ইমনের
রবিবার ফেসবুকে একটি পোস্ট করেন গায়িকা ইমন চক্রবর্তী। তিনি লেখেন, 'আমার বাড়ির ঠিক সামনেটা, মানে আমার লিলুয়ার বাড়ির সামনে অটোস্ট্যান্ড রয়েছে একটা। সেটা একটা ভাগাড়ে পরিণত হয়েছে। ১০০ বার বলেও ঠিক হচ্ছে না। ধিক্কার তাঁদের যাঁরা দায়িত্ব নিয়েছেন অথচ পালন করছেন না। লজ্জা হওয়া উচিত। ছিঃ! ধিক্কার বালি পুরসভা (Bally Municipality)। লিলুয়াতে যারা এই রাস্তা দিয়ে যাতায়াত করো, দয়া করে শেয়ার করো। যাতে খবরটা ছড়ায়। যদিও তাতে আদৌ কোনও লাভ হবে কি না জানি না। ছিঃ ছিঃ!'
ইমনের পোস্টে অনেকেই তাঁর সমর্থনে সরব হয়েছেন। এরপরেই আরও একটি পোস্ট করেন তিনি। যেখানে বেশ কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছেন ইমন। রাস্তার ধারে উপচে পড়ছে আবর্জনার স্তূপ। বাড়ির ময়লা থেকে শুরু করে প্লাস্টিক, গাছের শুকনো ডাল, বাদ নেই কিছুই। রাস্তার এমন বেহাল ও অস্বাস্থ্যকর অবস্থার ছবি পোস্ট করে গায়িকা লেখেন, 'ছবি ও ভিডিও দিলাম। বালি পুরসভা, লজ্জা বলে শব্দটা আসুক জীবনে। এবং যাঁরা যাঁরা এখানে ময়লা ফেলেন ও ফেলেই চলেছেন তাঁদেরও।' বলাই বাহুল্য রাস্তার ধারে জমতে থাকা আবর্জনার সঙ্গে মিশেছে বর্ষার জল, ছবি দেখেই অস্বাস্থ্যকর পরিবেশের আন্দাজ পাওয়া যাচ্ছে। তাঁর পোস্টেও অনেকেই বাসিন্দাদের দুষেছেন। অনেকেই রাজ্যের ভয়াবহ ডেঙ্গি পরিস্থিতির কথাও উল্লেখ করেছেন।
আরও পড়ুন: Nagabhushan: বেলাগাম গতিতে গাড়ি নিয়ে দম্পতিকে ধাক্কা, মৃত্যু প্রৌঢ়ার, গ্রেফতার কন্নড় অভিনেতা
তবে এর কোনও সমাধান এখনও মিলল কি? নাকি সোশ্যাল মিডিয়ায় আওয়াজ তোলাই সার? বলবে সময়। তবে আপাতত নেটিজেনদের অনেকেই পাশে দাঁড়িয়েছেন ইমন চক্রবর্তীর এই প্রতিবাদের, তা স্পষ্ট। ঝড়ের গতিতে শেয়ারও হয়েছে তাঁর পোস্ট।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন