মুম্বই: সামনেই জব হ্যারি মেট সেজাল। হিট পেতে মরিয়া শাহরুখ খান নিয়েছেন নতুন মার্কেটিং স্ট্র্যাটেজি। ঘোষণা করেছেন, যে শহরে সবথেকে বেশি ‘সেজালে’র বাস, সেখানে নিজে যাবেন তিনি। সেজাল মানে সেজাল নামের মেয়ে।
এখন গুজরাতি মেয়েদের মধ্যে সেজাল পরিচিত নাম, ফলে আমদাবাদ পেয়েছে জয়ী শহরের শিরোপা। শাহরুখ ও ছবির পরিচালক ইমতিয়াজ আলি আমদাবাদের সেজালদের সঙ্গে দেখা করেন, তাঁদের সামনেই মুক্তি পায় ছবির প্রথম গান রাধা।
কিন্তু ঘটনা এখানেই শেষ নয়। সেজাল নামের ৭,০০০-এরও বেশি মেয়ের চিঠি পেয়েছেন শাহরুখ। চিঠির পাহাড় বেড়েই চলেছে। ৪০০ মেয়ে তাঁর বাংলো মান্নতে চলে আসেন, হ্যারি ওরফে শাহরুখের দেখা পাবেন বলে। এমনকী কেউ কেউ তো নিজের সেজাল পরিচয় প্রতিষ্ঠিত করতে নিরাপত্তারক্ষীদের পরিচয়পত্রও দেখান।
শাহরুখ নিজেই বলেছেন সেজালদের সঙ্গে দেখা করবেন। ফলে ভিড় সামলাতে দৃশ্যতই বিপাকে পড়েন নিরাপত্তা রক্ষীরা।
এখন কথা হল, সামনে ছবির অসংখ্য প্রমোশনাল ইভেন্ট। তার মাঝে শাহরুখ এই সেজালদের জন্য সময় বার করতে পারবেন কি?
সব সেজাল চায় হ্যারির সঙ্গে দেখা করতে, শাহরুখের বাংলোয় ৪০০ মেয়ের ভিড়!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Jun 2017 11:07 AM (IST)
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -