চেন্নাই: গোটা রাজনৈতিক ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত, গণতন্ত্রে পচন ধরেছে। এত কিছু বলার পরেও রজনীকান্ত ইঙ্গিত দিচ্ছেন, রাজনীতিতেই আসতে চলেছেন তিনি। ফ্যানদের বলেছেন, ঠিক সময়ে যুদ্ধের জন্য তৈরি হতে।

তামিলনাড়ুর জেলায় জেলায় ফ্যানদের সঙ্গে রজনীর সাক্ষাতের আজই ছিল শেষ দিন। স্থানীয় রাঘবেন্দ্র ওয়েডিং হলে আপ্লুত ভক্তমণ্ডলীর সামনে তামিল সুপারস্টার নিজের তামিল পরিচয়ের কথা তুলে ধরেন, ভক্তদের বলেন তাঁর ঈশ্বর, যাঁরা তাঁকে তারকা করেছেন।

শোনা গিয়েছে, বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী মন্তব্য করেছেন, রজনীর রাজনীতিতে কোনও ভবিষ্যৎ নেই, আসলে তিনি তামিলও নন। রজনী উত্তর দিয়েছেন এই অভিযোগের। বলেছেন, এখন প্রশ্ন উঠছে, রজনীকান্ত তামিল কিনা। আমার বয়স ৬৬। ২৩ বছর কর্নাটকে থেকেছি, বাকি ৪৩ বছর এই তামিলনাড়ুতে। তোমরা ভক্তরাই আমাকে খ্যাতি ও অর্থ দিয়েছ। তোমরাই ভগবান, আমাকে তামিল করে তুলেছ তোমরা।য তাই আমি একজন পাক্কা তামিল। আমার বাবা তামিলনাড়ুর কৃষ্ণাগিরিতে জন্মেছিলেন।

সত্যিই কি রাজনীতিতে আসছেন তিনি? রজনী বলেছেন, ডিএমকের স্টালিন আছেন, পিএমকের আন্বুমাণি রামদাস আছেন, আরও অনেক নেতা আছেন। কিন্তু এঅ দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা ও তামিলনাড়ুর পচনধরা গণতন্ত্রকে বদলাতে আমাদের সকলের একসঙ্গে কাজ করতে হবে।

তাঁর কথায়, প্রাচীন কালে, মানুষ তাদের নিজের নিজের কাজ করত। কিন্তু যখন যুদ্ধ বাধত সবাই একসঙ্গে হাজির হত যুদ্ধক্ষেত্রে, নিজেদের গর্ব ও মূল্যবোধের স্বার্থে। তাই ভক্তদের তাঁর নির্দেশ, যখন বাড়িতে, তখন নিজের দায়িত্ব পালনে ভুল না কিন্তু যুদ্ধ শুরু হলে নজর রেখ।