এক ঝলকে: চিনে নিন সলমন খান অভিনীত ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির ভিলেনকে
‘টাইগার জিন্দা হ্যায়’ ছবিটি ২০১২ সালে সলমন অভিনীত এবং কবির খান পরিচালিত ছবি ‘এক থা টাইগার’ ছবির সিক্যোয়েল। তবে এই ছবি পরিচালনা করেছেন আলি আব্বাস জাফর। ছবি: সজ্জাদ দেলাফ্রুজ -এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App৩৩ বছরের এই অভিনেতা এমবিএ ডিগ্রিধারী। অতীতে বেশ কয়েকটি টিভি শো ও আন্তর্জাতিক ছবিতে কাজ করেছেন। ছবি: সজ্জাদ দেলাফ্রুজ -এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট।
সংযুক্ত আরব আমিরশাহি-র নিবাসী এই অভিনেতা ইনস্টাগ্রামে বেশ সক্রিয়। প্রায়ই তিনি নিজের ছবি শেয়ার করে থাকেন। ছবিতে একটি জঙ্গি সংগঠনের প্রধানের ভূমিকায় তাঁকে দেখা যাবে, যারা ২৫ জন ভারতীয় নার্সকে অপহরণ করেছে। ছবি: সজ্জাদ দেলাফ্রুজ -এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট।
ট্রেলারে ঝলক দেখা মেলা ছবির খতরনাক ভিলেন আবু উসমানকে নিয়ে অনেকেই কৌতুহল প্রকাশ করেছেন। রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন এই অভিনেতা। জানিয়ে দেওয়া যাক, ইনি সজ্জাদ দেলাফ্রুজ। ইরানীয় অভিনেতা। অক্ষয় কুমার অভিনীত থ্রিলার ছবি ‘বেবি’-তে তাঁকে ছোট ভূমিকায় দেখা গিয়েছিল। ছবি: সজ্জাদ দেলাফ্রুজ -এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট।
সলমন খান ও ক্যাটরিনা কঈফ অভিনীত ‘টাইগার জিন্দা হ্যায়’ ছবির ট্রেলার কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে। সেই থেকে তা বিপুল আলোচ্য বিষয় হয়ে উঠেছে। আগামী ২২ ডিসেম্বর ছবিটি মুক্তি পাওয়ার কথা। ছবি: সজ্জাদ দেলাফ্রুজ -এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -