কলকাতা: পশ্চিমবঙ্গের একমাত্র বৃহৎ স্ট্রিং অর্কেস্ট্রা (string orchestra) 'কলকাতা ইউথ অনসম্বল' (KYE)। বর্তমানে গান ও সুরের দুনিয়ায় বহু চর্চিত এই দল। এই সংস্থার স্রষ্টা শ্রী অমিতাভ ঘোষের (Amitabha Ghosh) তত্ত্বাবধানে আগামী ১৩ অগাস্ট সন্ধ্যা সাড়ে পাঁচটায় মধুসূদন মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে এক সুরেলা সন্ধ্যা। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ১২০ জন শিল্পীর সমবেত পরিবেশনা। তাঁদের সম্মিলিত সুর ঝঙ্কার অনুরণিত হবে শহরজুড়ে।
'গ্র্যান্ড অর্কেস্ট্রা কনসার্ট'
'কে ওয়াই ই'-এর শিক্ষক, পরিচালক শ্রী অমিতাভ ঘোষের কথায়, 'এবারে আমাদের জন্য সবচেয়ে বেদনাদায়ক যে আমরা আমাদের মাঝে পাব না স্বয়ং সৌমিত্র চট্টোপাধ্যায়কে (Soumitra Chatterjee), যিনি আমাদের মেন্টর, পৃষ্ঠপোষক সবই ছিলেন। পেশায় ভায়লনিস্ট এবং সিনেমায় কাজ করার কারণে ওঁর সঙ্গে আমার এক ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়েছিল। উনি একবার বলেছিলেন, কলকাতা থেকে অরিজিনাল অর্কেস্ট্রা হারিয়ে যাচ্ছে। তোমরা কিছু একটা করো, আমি সঙ্গে আছি।'
অমিতাভ ঘোষের কথায়, 'ওঁর কথা ফেলার মতো ধৃষ্টতা আমি করিনি। অর্কেস্ট্রা তৈরির কাজ শুরু হলেও কোথায় হবে রিহার্সাল? সেই সব ব্যবস্থা সৌমিত্র চট্টোপাধ্যায় করে দিয়েছিলেন। প্রাচ্য ও পাশ্চাত্য সঙ্গীতে সৌমিত্র বাবুর অগাধ পাণ্ডিত্যের টের পাই এরপর। সঙ্গীতের প্রতি ওঁর অনুরাগ, ভালবাসাও বুঝেছিলাম।' কিন্তু এই 'কাছের মানুষ'-ই এবারের অনুষ্ঠানে সঙ্গে থাকবেন না 'কলকাতা ইউথ অনসম্বল'-এর।
কথায় বলে, বর্তমানে সুর জগতে 'ভি এস টি' অর্থাৎ 'ভার্চুয়াল সাউন্ড ট্র্যাক' ছাড়া অনুষ্ঠান প্রায় হয়না বললেই চলে। এমন সময়ে 'কলকাতা ইউথ অনসম্বল'-এর শতখানেক ভায়োলিন, বাঁশি, সেতার, তবলা, পাখওয়াজ শিল্পীর একত্রিত পারফর্ম্যান্স দেখতে পাওয়া যাবে। ধ্বনিক হবে পশ্চিমী ও ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত এবং সঙ্গে থাকবে কালজয়ী কিছু গানের ভোকাল সিম্ফনি।
ডাক্তার, ইঞ্জিনিয়র, অধ্যাপক, গবেষণারত ছাত্রছাত্রী, গোয়েন্দা, দুঁদে পুলিশ অফিসারের মতো ভিন্ন পেশার মানুষ এদিন মিলিত হবেন মঞ্চে। সুরের মাধ্যমে নিজেদের গাঁথবেন তাঁরা। হাতে তুলে নেবেন তাঁদের অতি চর্চিত যন্ত্রগুলি। দর্শকদের উপহার দেবেন এক সুরেলা সন্ধ্যার।
এই দলের একনিষ্ঠ পৃষ্ঠপোষক ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। শত ব্যস্ততার মাঝে, শ্যুটিংয়ের ফাঁকেও উপস্থিত থাকতেন 'কলকাতা ইউথ অনসম্বল'-এর অনুষ্ঠানগুলিতে। তবে এই প্রথম কোনও 'পাবলিক' অনুষ্ঠান তাঁরা করবেন যেখানে উপস্থিত থাকবেন না সৌমিত্রবাবু। তবে অনুষ্ঠান কর্তৃপক্ষের কথায়, 'প্রত্যেকবারের মতো এবারেও ওঁর আশীর্বাদ আমাদের পথ চলার অনুপ্রেরণা'।
আগামী ১৩ অগাস্টের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, পণ্ডিত অজয় চক্রবর্তী, সুর সাধিকা হৈমন্তী শুক্লার মতো বিশিষ্ট সঙ্গীতশিল্পীরা।