নয়াদিল্লি: টিম ইন্ডিয়ার তারকা লেগ স্পিনার যুজবেন্দ্র চাহলের সদ্যই বাগদান হয়েছে। চাহল ফেসবুকে ছবি শেয়ার করে অনুরাগীদের তাঁর বাগদানের খবর জানিয়েছিলেন। দন্তচিকিত্সক ধনশ্রী বর্মার সঙ্গে বাগদান সেরেছেন চাহল। বাগদানের পর থেকে তাঁরা একে অপরের সঙ্গে ছবি শেয়ার করছেন। উল্লেখ্য, ধনশ্রী একজন বিখ্যাত ইউটিউবারও। সোশ্যাল মিডিয়ায় তিনি প্রায়শই নিজের ডান্স ভিডিও শেয়ার করেন ধনশ্রী। আর এই ভিডিওগুলি তাঁর অনুরাগীরা বেশ পছন্দ করেন। সম্প্রতি তাঁর একটি ডান্সের ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।




ভিডিওটি ধনশ্রী তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন। ভিডিওতে তাঁকে জনপ্রিয় একটি পঞ্জাবি গান 'দারু বদনাম'-এর তালে জমিয়ে নাচতে দেখা গিয়েছে। নাচের সময় তাঁর উদ্দীপনা ছিল দেখার মতো। সাদা টি-শার্ট ও কালো শর্টসে তাঁর এই নাচের ভিডিও-র ভিউ ইতিমধ্যেই সাত লক্ষ ছাড়িয়েছে।
কমেন্টস সেকশনে অনুরাগীরা ধনশ্রীর প্রশংসায় মেতেছেন। ভিজিও শেয়ার করে ক্যাপশনে ধনশ্রী লিখেছেন, এটা আমার পার্সোনাল ফেভারিট। এই থ্রোব্যাক-কে শেয়ার করতে বেশ কিছুদিন অপেক্ষা করছিলাম।
ধনশ্রী তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তাঁর ডান্সের ভিডিও প্রায়ই শেয়ার করেন।
উল্লেখ্য, চাহল আসন্ন আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের হয়ে খেলার জন্য প্রস্তুত। আইপিএলের ত্রয়োদশ মরশুম সংযুক্ত আরব আমিরশাহীতে হবে ১৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত।