Pandit Jasraj Passes Away: নিউ জার্সিতে মৃত্যু হল পণ্ডিত যশরাজের। মেওয়াতি ঘরানার সঙ্গীত শিল্পী ছিলেন তিনি।
নয়াদিল্লি: প্রয়াত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী পণ্ডিত যশরাজ। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। নিউ জার্সিতে মৃত্যু হল পণ্ডিত যশরাজের। মেওয়াতি ঘরানার সঙ্গীত শিল্পী ছিলেন তিনি। ১৯৩০ সালে হরিয়ানার হিসারে জন্ম পণ্ডিত যশরাজের। প্রায় ৮০ বছরের সঙ্গীত জীবনের অবসান হল। একাধিক পদ্ম পুরস্কারে সম্মানিত হয়েছেন পণ্ডিত যশরাজ।