মুম্বই: ইন্ডিয়ান আইডল সিজন ১২-র অন্যতম জনপ্রিয় জুটি পবণদীপ রাজন (Pawandeep Rajan) ও অরুণিতা কাঞ্জিলাল (Arunita Kanjilal)। তাঁদের অনুরাগীর সংখ্যাও চোখে পড়ার মতো। যখনই তাঁরা একসঙ্গে কোথাও হাজির হন, অনুরাগীরা ভালোবাসায় ভরিয়ে দেন তাঁদের। এবার এই জনপ্রিয় জুটি পবণদীপ ও অরুণিতা আইনি সমস্যা জড়ালেন।
বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, 'ইন্ডিয়ান আইডল ১২' শেষ হওয়ার আগেই এক নামী সংস্থার সঙ্গে ২০টি গানের একটি রোম্যান্টিক অ্যালবামের জন্য চুক্তি হয়েছিল পবণদীপ রাজন ও অরুণিতা কাঞ্জিলালের। প্রেস কনফারেন্সের মাধ্যমে সেই অ্যালবামের ঘোষণাও করা হয় সেই সংস্থার পক্ষ থেকে। সংস্থার পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে যে, একটি গানের শ্যুটিংয়ের পর থেকে প্রযোজকদের সঙ্গে কোনও যোগাযোগ রাখছেন না পবণদীপ-অরুণিতা। তাঁরা আরও অভিযোগ তোলেন যে, প্রথম গানের শ্যুটিংয়ের পরই প্রযোজকদের সঙ্গে যোগাযোগ করা বন্ধ করে দেন অরুণিতা কাঞ্জিলাল। আর তার পর পরই সমস্ত যোগাযোগ ছিন্ন করেন পবণদীপ কাঞ্জিলালও। সংস্থার সঙ্গে যে চুক্তি হয়, বাকি গানের শ্যুটিং এবং প্রোমোশনের জন্য সংস্থার সঙ্গে যোগাযোগ রাখেননি তাঁরা। আর এর ফলেই ক্ষতির মুখে পড়ে ওই মিউজিক কোম্পানি।
সংস্থার পক্ষ থেকে জানান হচ্ছে, এমন ঘটনার পরই ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসরস অ্যাসোসিয়েশনের দ্বারস্থ হয় তারা। ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানান হয়েছে যে, প্রযোজকদের সঙ্গে কোনও অবিচার মেনে নেবে না তারা।
আরও পড়ুন - Bollywood Celebrity Updates: রাকেশ-শমিতার ব্রেকআপ? সামনে এল সত্যিটা
প্রসঙ্গত, পবনদীপ রাজন ও অরুণিতা কাঞ্জিলাল। একজন 'ইন্ডিয়ান আইডল'-এর বিজেতা ও অন্যজন দ্বিতীয় স্থানাধিকারী। সঙ্গীতের লড়াই শেষ হয়ে গেলেও, একের পর এক নতুন গান শ্রোতাদের উপহার দিয়ে চলেছেন দুই সঙ্গীতশিল্পী। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে তাঁদের নতুন মিউজিক ভিডিও 'মনজুর দিল'। আর সেখানেই, দর্শক ও শ্রোতাদের জন্য চমক রেখে গেলেন পবনদীপ-অরুণিতা।