মুম্বই: মৃত্যু-রহস্য জিইয়ে রেখেই কফিনবন্দি হয়ে ঘরে ফিরলেন শ্রীদেবী। মুম্বই বিমানবন্দরে হাজির ছিলেন অনিল কপূর, অনিল অম্বানিরা। গ্রিন করিডোরে দেহ নিয়ে যাওয়া হয় লোখন্ডওয়ালার গ্রিন একর্সে। কাল সকাল থেকে চলবে শ্রদ্ধাজ্ঞাপন। বিকেলে ভিলে পার্লে সেবা সমাজে শ্রীদেবীর শেষকৃত্য সম্পন্ন হবে।
শ্রীদেবী চেয়েছিলেন দুই মেয়ে জাহ্নবী এবং খুশির বিয়ে নিজের চোখে দেখতে! নিজে হাতে তাদের বিয়ের সাজে সাজাতে। কিন্তু, সেই ইচ্ছা অপূর্ণ রেখেই মাত্র ৫৪ বছর বয়সে চলে গেলেন বলিউড ডিভা।মাত্র চার বছর বয়সে যাঁর অভিনয় জীবনের শুরু, সেই তিনিই হঠাৎ কের আলবিদা জানালেন সিনে জগতকে!
বাড়ি থেকে ১ হাজার ৯৩৪ কিলোমিটার দূরে শেষনিঃশ্বাস ত্যাগ করলেন শ্রীদেবী! দীর্ঘ টানাপোড়েনের পর মঙ্গলবার রাতে দেহ এল ভারতে। সোমবারই স্পষ্ট হয়ে গিয়েছিল, শ্রীদেবীর দেহ হাতে পেতে পেতে মঙ্গলবার সন্ধ্যে হয়ে যাবে। দুবাই প্রশাসন সূত্রে এ দিন স্থানীয় সময়, দুপুর সওয়া তিনটে নাগাদ টুইট করে জানানো হয়, সরকারি আইনজীবীর অফিস সিদ্ধান্ত নিয়েছে, পারিপার্শ্বিক সমস্ত দিক খতিয়ে দেখে মঙ্গলবারই শ্রীদেবীর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

এর পর বিকেল পৌনে চারটে নাগাদ জানানো হয়, এই সংক্রান্ত তদন্তপ্রক্রিয়া শেষ হয়েছে। শীঘ্রই দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। এর কিছুক্ষণ পর মর্গ থেকে দেহ দেওয়া হয় পরিজনদের। এর আগেই শ্রীদেবীর দেহ মুম্বইতে ফিরিয়ে আনার ব্যাপারে সাহায্য করতে দুবাই চলে যান বনি কপূরের প্রথম পক্ষের ছেলে অর্জুন।
ভারতীয় সময় রাত সাড়ে ৯টা নাগাদ শ্রীদেবীর কফিনবন্দি দেহ নিয়ে দুবাই থেকে মুম্বই বিমানবন্দরে পৌঁছয় অনিল অম্বানির চার্টাড বিমান। বিমানে ছিলেন ১১ জন। এদের মধ্যে ৬ জন পরিজন, এক পরিচারিকা এবং বাকিরা ব্যবসায়িক বন্ধু। গ্রিন করিডর দিয়ে দেহ নিয়ে যাওয়া হয় লোখন্ডওয়ালায় গ্রিন একর্সে।
১৯৯১ সালে যশ চোপড়ার লমহে ছবির সময়ই শ্রীদেবী বলেছিলেন, সাদা রং তাঁর বড়ই প্রিয়! তাঁর শেষযাত্রায় যেন সব কিছু সাদায় মোড়া থাকে! শ্রীদেবীর সেই ইচ্ছাকে সম্মান দিয়েই যে বাংলোয় মঙ্গলবার রাতে তাঁর দেহ রাখা হচ্ছে সেটি মুড়ে দেওয়া হয়েছে সাদায়! সব কিছু সাদা!
পরিবারের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার রাতে শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানাচ্ছে পরিবার। বুধবার সকাল ৯.৩০-১২.৩০ দেহ রাখা থাকবে সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে। সেখানেই শ্রীদেবীকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন অনুরাগীরা। শ্রদ্ধা জানাবেন সেলিব্রিটিরা। দুপুর ২টোয় শ্রীদেবীর পার্থিব শরীর নিয়ে যাওয়া হবে পবন হংসে। বুধবার দুপুর ৩.৩০ ভিলে পার্লে সেবা সমাজে হবে শেষকৃত্য।