মুম্বই: প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিক্সের ফাইনালে উঠে ইতিহাস গড়েছেন জিমন্যাস্ট দীপা কর্মকার। ইতিমধ্যেই কয়েক কোটির ভারতবাসীকে অলিম্পিক্সে পদক জয়ের স্বপ্ন দেখাতে শুরু করেছেন ত্রিপুরার মেয়েটি। কিন্তু সেই মেয়েটির নামই ঠিক মতো জানেন না অলিম্পিক্স-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর!


সত্যিই তাই... রিও অলিম্পিক্স-এ ভারতের গুডউইল অ্যাম্বাসাডর সলমন খান মনে রাখতে পারেননি দেশের এই প্রতিনিধির নাম। 'ফ্রিকি আলি'র ট্রেলর লঞ্চ অনুষ্ঠানে দীপার নাম মনে করতে গিয়ে বেশ বেগ পেতে হয় সলমনকে। ‘দীপা’ নাম ভুলে প্রথমে ‘দীপিকা’, তারপর ‘দীপ্তি’ বলেন অলিম্পিকের ভারতের অ্যাম্বাসাডর। শুধু তাই নয়, খেলাধূলা নিয়ে তাঁর যে জ্ঞানের বহর প্রকাশ পেয়েছে, তাও সুখকর নয়। অ্যাম্বাসাডর হিসেবে তো অত্যন্ত লজ্জারই। দীপা কোন স্থানে রয়েছেন তা-ও জানেন না সলমন। অ্যাম্বাসাডর হিসেবে ভারতের প্রতিনিধিদের বিষয়ে সামান্য খবরাখবর না রাখায় ইতিমধ্যেই কটাক্ষের সম্মুখীন হতে হয়েছে তাঁকে।

দেখুন সলমনের সেই লজ্জাজনক ভিডিও: