কলকাতা:  হাতে আর মাত্র কয়েকদিন। তারপরই চারহাত এক হতে চলেছে রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়ার। তাঁদের বিয়ে নিয়ে দুই পরিবারেই এখন খুশির হাওয়া। দম্পতির ঘনিষ্ঠ সূত্রের খবর, ২০ সেপ্টেম্বর দিল্লিতে এই হাইপ্রোফাইল বিয়ে উপলক্ষ্য়ে আয়োজিত হয়েছিল একটি সুফি নাইট অনুষ্ঠান। যেখানে 'ছাপ তিলক সাব', 'বুল্লেয়া', 'ইশক সুফিয়ানা', 'তু মানে ইয়া না মানে', 'আফরিন আফরিন', 'সানু এক পাল চেইন' এর মতো গানে তাল মিলিয়েছিলে পরিণীতি। গোটা অনুষ্ঠানে পরিণীতিকে নাচে-গানে তাল মেলাতে দেখা গেল। তবে রাঘব চাড্ডা একটু লাজুক প্রকৃতির। তবে তাঁকেও কয়েকটি গানে নাচতে দেখা গিয়েছিল।


উল্লেখ্য়, আর কয়েকদিনের মধ্যেই রাজস্থানে বিয়ে সারবেন তাঁরা। তবে ইতিমধ্যেই দিল্লিতে 'গ্র্যান্ড পাঞ্জাবী বিয়ে'র (grand punjabi wedding) তোড়জোড় শুরু হয়ে গিয়েছে বলে খবর। শোনা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠান শুরু হবে বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচের মাধ্যমে। 


আরও পড়ুন...


বুকে ক্ষতচিহ্ন, চোখের তলায় কালি, নিজের নতুন পরিচয় প্রকাশ্য়ে আনলেন অনিল কপূর


একাধিক সূত্র মারফত খবর, 'ইশকজাদে' অভিনেত্রী ও আম আদমি পার্টি নেতা তাঁদের বিয়ের উদযাপন পর্ব শুরু করবেন একটি বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচের মাধ্যমে। দিল্লিতেই হবে এই মৈত্রী ম্যাচ। একদিকে চোপড়া পরিবার, অন্যদিকে চাড্ডা পরিবার খেলবেন ক্রিকেট, তারপরই উদয়পুরে বাজবে বিয়ের সানাই। 


ঘনিষ্ঠ সূত্রে খবর, 'অতিথিদের জন্য একাধিক মজার অ্যাক্টিভিটির আয়োজন করা হয়েছে। তারই অন্যতম এই ক্রিকেট ম্যাচ। চোপড়াস ভার্সাস চাড্ডাস ম্যাচ হবে বলে বেশ উত্তেজিত সকলেই। তাঁদের বন্ধুরাও এই সমস্ত অ্যাক্টিভিটিতে অংশ নেবেন।'


২২ সেপ্টেম্বরই বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাওয়ার কথা দিল্লিতে। (Delhi) এরপর পরিবার পরিজনদের নিয়ে গেট-টুগেদারের আয়োজন করা হয়েছে। এরপরই বর কনে তাঁদের পরিবার ও সকল আমন্ত্রিতরা পাড়ি দেবেন উদয়পুরে বিয়ের মূল অনুষ্ঠানের জন্য। টিনসেল টাউন এই মুহূর্তে মজে পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডার বিয়ের খবরে। রাজস্থানের উদয়পুরে জমকালো ঐতিহ্যবাহী বিবাহ অনুষ্ঠানের মাধ্যমে এক হবে চার হাত। ওবেরয় উদয়ভিলার লীলা প্যালেসে এই মাসের ২৩ ও ২৪ তারিখে আয়োজিত হবে বিয়ের অনুষ্ঠান।


ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিয়ের নিমন্ত্রণ কার্ড, বিয়ের অনুষ্ঠানের ভিন্ন ভিন্ন আমন্ত্রণ পত্রও। বিশেষভাবে কাস্টমাইসড করা সেই আমন্ত্রণ পত্রে দেখা গেছে অতিথিদের দুপুরের খাবারের জন্য ফ্রেসকো ডাইনিংয়ের ব্যবস্থা আছে। বিয়ে থেকে বিদাই একের পর এর অনুষ্ঠানের জন্য বিশেষ কার্ডের ডিজাইন করা হয়েছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial