নয়াদিল্লি: বর্তমানে নিউরোএন্ডোক্রাইন টিউমারের চিকিৎসা করাচ্ছেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা ইরফান খান। এখন তিনি লন্ডনে রয়েছেন। সেখানে সুস্থ হওয়ার চেষ্টা চালাচ্ছেন। এই মর্মে ইরফান খানের সঙ্গে সম্পর্কিত কিছু জরুরি তথ্য প্রকাশ করেছেন চলচ্চিত্র পরিচালক বিশাল ভরদ্বাজ।


বিশাল জানান, ইরফানের শারীরিক অবস্থা আগের চেয়ে ভাল। প্রতিনিয়ত নিজের অসুখের মোকাবিলা করে চলেছেন অভিনেতা। তিনি এ-ও জানান, গান গেয়ে সময় কাটাচ্ছেন ইরফান এবং সেই গানের রেকর্ডিং তাঁকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছেন।




বিশাল বলেন, ইরফান প্রতিনিয়ত আমার সঙ্গে যোগাযোগ বজায় রেখেছেন। তিনি দ্রুততার সঙ্গে আরোগ্যের পথে এগিয়ে চলেছেন। আমরা সকলেই তাঁর সুস্বাস্থ্যের প্রার্থনা করছি। আমার আশা, তিনি খুব শীঘ্রই ভারতে ফিরে আসবেন এবং ছবির কাজ শুরু করবেন। আমি ওর সঙ্গে প্রায়ই কথা বলি। ইরফান আমাকে তাঁর গাওয়া গান রেকর্ড করে হোয়াটসঅ্যাপে পাঠান এবং ক্রিকেটও দেখেন।

সম্প্রতি ইরফান টুইটারে তাঁর প্রোফাইল ছবি বদল করেছেন। নতুন ছবিতে দেখা যাচ্ছে, দুর্বল হওয়া সত্ত্বেও তাঁর উৎসাহে কোনও ভাটা পড়েনি। ছবিতে দেখা যাচ্ছে, হলুদ টি-শার্ট পরে কাচের জানলার কাছে দাঁড়িয়ে রয়েছেন তিনি। কানে হেডফোন গোঁজা। তাঁর এই খুশির ছবি দেখে ইরফানের অনুরাগীরা অভিনেতার সাহসিকতার প্রশংসা করে দ্রুত আরোগ্য কামনা করেছেন।


https://twitter.com/irrfank/status/974578690066669568

গত মার্চ মাসে ইরফান সোশ্যাল মিডিয়ায় জানান, তিনি এক বিরল রোগে আক্রান্ত। কয়েকদিন পর, অভিনেতা নিজেই ফের ঘোষণা করেন, তিনি নিউরোএন্ডোক্রাইন টিউমারের চিকিৎসার জন্য লন্ডনে রয়েছেন। গতমাসে, একটি মর্মস্পর্শী পোস্ট শেয়ার করেন ইরফান। সেখানে তিনি বলেন, এই রোগের জন্য কীভাবে তাঁর জীবন পাল্টে গিয়েছে।


https://twitter.com/irrfank/status/970608954601590785