মুম্বই: লকডাউনে টাইগার শ্রফের বাড়িতেই থাকছেন দিশা পাটনি? টাইগারের বোনের সঙ্গে সাজগোজ করছেন, বাজার যাচ্ছেন? সোশ্যাল মিডিয়ায় এমন ছবি সামনে আসতেই ছড়াল গুজব। সত্যি ঘটনা জানালেন টাইগারের বোন কৃষ্ণা শ্রফ।
একটি সাক্ষাৎকারে কৃষ্ণা জানান, দিশার সঙ্গে সম্পর্ক খুব ভালো টাইগার শ্রফ ও তার পরিবারের। তবে তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি কৃষ্ণা। তাঁরা খুব ভালো বন্ধু এমনটাই বলেন তিনি। টাইগারের পরিবারের একেবারে কাছেইন নিজের বাড়িতেই থাকেন দিশা। তাই লকডাউনেও দেখা হয়ে যায় তাঁদের। কৃষ্ণার সাজগোজ থেকে গল্প করার সঙ্গী দিশা। টাইগারের মা আয়েশা শ্রফও বেশ পছন্দ করেন দিশাকে।
কৃষ্ণা আরও জানান, লকডাউনে একসঙ্গে বাজার করতে যান তাঁরা। তিনি বলেন, 'আমি আর দিশা একসঙ্গে শরীরচর্চাও করি। ও খুব ভালো মেয়ে। আমি খুব খুশি আমার দাদা আমার একজন ভালো মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছে।' লকডাউনে বিরক্তি আসলে একসঙ্গে রাতের খাবার খেতেও চলে আসেন তাঁরা।
বলিউডের হাওয়ায় কান পাতলেই শোনা যায় দিশা-টাইগারের সম্পর্কের জল্পনা। সম্প্রতি একসঙ্গে 'বাগি ৩' ছবিতে দেখা গেছে তাঁদের।
লকডাউনে টাইগার শ্রফের বাড়িতেই থাকছেন দিশা! কী বললেন বোন কৃষ্ণা?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Apr 2020 02:59 PM (IST)
লকডাউনে টাইগার শ্রফের বাড়িতেই থাকছেন দিশা পাটনি? টাইগারের বোনের সঙ্গে সাজগোজ করছেন, বাজার যাচ্ছেন? সোশ্যাল মিডিয়ায় এমন ছবি সামনে আসতেই ছড়াল গুজব। সত্যি ঘটনা জানালেন টাইগারের বোন কৃষ্ণা শ্রফ।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -