কলকাতা: সোমবার সন্ধে থেকেই আকাশের মুখ ছিল ভার। রাতের বৃষ্টি কিছুটা হলেও স্বস্তি দেয় শহরবাসীকে। মঙ্গলবার ভোর থেকেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি শহর ও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়।
বেশ কয়েকদিন ধরে পারদ ঊর্ধ্বমুখী ছিল। এদিন সকাল থেকেই আকাশ কালো করে প্রবল ঝড়ের সঙ্গে শুরু হয় বৃষ্টি। সকালেই নেমে আসে অন্ধকার। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ থেকে শুক্রবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি হবে।
অন্যদিকে, ঝোড়ো হাওয়ার দাপটে নিউটাউনে গাছ উপড়ে মৃত্যু হল মৃৎ শিল্পীর । এদিন সকালে তারুলিয়া কালী মন্দিরের কাছে একটি নারকেল গাছ উপড়ে পড়ে। বাড়ির পাশেই পাঁচিলের ওপর বসেছিলেন মৃৎ শিল্পী গগন মণ্ডল। গাছ চাপা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বৈশাখী ঝড়বৃষ্টিতে নিউটাউনে গাছ উপড়ে মৃত ১
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Apr 2020 12:27 PM (IST)
কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -