কলকাতা: ফের বিপাকে শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra)। দিন কয়েক আগেই শিল্পপতি রাজের ৯৭.৭৯ কোটির স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর এবার, নতুন করে সামনে এল পর্নোগ্রাফি মামলা। ২৯ নভেম্বর রাজ-শিল্পার বাড়িতে ফের ইডির হানা। শোনা গিয়েছিল, আর্থিক তছরুপের সঙ্গে সঙ্গে পর্নোগ্রাফি মামলায় ফের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারকা দম্পতিকে অর্থাৎ শিল্পা ও রাজ দুজনকেই। শুক্রবার সকাল ৬টা থেকে তাঁদের বাড়ি ও অফিস দু’জায়গায় হানা দিয়েছে ইডি। তবে এই ঘটনা পুরোপুরিভাবে অস্বীকার করেছেন শিল্পা শেট্টি ও রাজ কুন্দ্রার আইনজীবী। 


ঠিক কী ঘটেছে? এর আগেই পর্ণোগ্রাফি মামলায় নাম জড়িয়েছিল শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার। অভিযোগ উঠেছিল, তিনি নীল ছবি তৈরির সঙ্গে যুক্ত রয়েছেন। পর্নোগ্রাফি কাণ্ডের তদন্তে নেমে ‘হটশট’ নামের বিশেষ একটি অ্যাপের সন্ধান পেয়েছিল মুম্বই পুলিশের অপরাধদমন শাখা। ওই অ্যাপ যে সংস্থা নিয়ন্ত্রণ করত, তার মালিক ছিলেন রাজ, এমনটাই অভিযোগ। একাধিক সার্ভার থেকে পর্নোগ্রাফি ভিডিয়ো, স্বল্প এবং লম্বা দৈর্ঘ্যের ভিডিও মিলেছিল। অভিযোগ, মোবাইল অ্যাপের মাধ্যমে নাকি এই ধরনের ছবি তৈরি করতেন রাজ। তারপরে তা বিক্রি করতেন। বিদেশ পর্যন্ত এই চক্র বিস্তৃত বলেও অভিযোগ উঠেছিল। 


সেই সময়ে পাপারাৎজিদের সামনে বেরনো একেবারেই বন্ধ করে দিয়েছিলেন রাজ ও শিল্পা দুজনেই। এরপরে রাজ দীর্ঘদিন ধরেই মুখোশ পরেই পাপারাৎজিদের সামনে বেরতেন। সেই সময়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলাও একেবারে বন্ধ করে দিয়েছিলেন শিল্পা। সেই সময়ে তিনি অনুরোধ করেছিলেন কঠিন সময়ে পরিবারকে একটু সময় দিতে। তবে সেই সমস্ত দিন এখন অতীত। এখন আবার স্বাভাবিক জীবনে ফিরে গিয়েছেন তাঁরা।বাড়িতে পুজো থেকে শুরু করে উৎসব অনুষ্ঠানে যোগ দেওয়া.. সবই করছেন শিল্পা ও রাজ। পর্নোগ্রাফি মামলায় জামিনও পেয়ে গিয়েছিলেন রাজ। তবে তদন্ত তো চলছিলই। আর এবার সেই তদন্তের জেরেই শিল্পা ও রাজের বাড়িতে হানা দিল ইডি। তবে আর তাঁদের বাড়ি থেকে সত্যিই কোনও প্রমাণ পাওয়া গেল কী না তা জানা যায়নি। অন্যদিকে ইডি হানার খবর একেবারেই উড়িয়ে দিয়েছেন অভিনেত্রীর আইনজীবী। রাজ ও শিল্পার আইনজীবী জানিয়েছেন তদন্ত চলছে কবে ইডি হানা দেওয়ার খবর একেবারেই ভিত্তিহীন।


আরও পড়ুন: Samantha Ruth Prabhu: প্রাক্তন স্বামীর বিয়ের অনুষ্ঠান শহরে, তার মধ্যেই প্রিয়জনকে হারালেন সামান্থা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।