কলকাতা: ছেলের বয়স মাত্র ১৪ মাস, নতুন বছরে ফের মা হচ্ছেন ইলিয়েনা ডিক্রুজ (Ileana D'Cruz)? সোশ্য়াল মিডিয়ায় সদ্য একটি ক্লিপিংস শেয়ার করে নিয়েছেন তিনি। সেখানে প্রকাশ পাওয়া একটি ঝলক থেকেই শুরু হয়েছে গুঞ্জন। সদ্য বছর ঘুরেছে ইলিয়েনার একমাত্র সন্তান কোয়া ফিনিক্স ডোলানের। তাঁর জন্মের সঙ্গে সঙ্গেই প্রকাশ্যে এসেছিল ইলিয়েনার বিবাহের কথা। আর সন্তান জন্মের ১৪ মাস পরেই কি ফের অন্তঃসত্ত্বা তিনি? ঠিক কীভাবে ছড়াল এই গুঞ্জন? 


নতুন বছরকে আমন্ত্রণ জানিয়েছেন সবাই। বাদ যাননি ইলিয়েনাও। সোশ্যাল মিডিয়ায় গোটা বছরকে ফিরে দেখার একটি ছোট্ট ভিডিও শেয়ার করে নিয়েছেন তিনি। সেখানে মাস উল্লেখ করে করে রয়েছে কোন কোন মাসে কী কী হয়েছে তার ঝলক। সেখানে বেশিরভাগ ভিডিও জুড়েই রয়েছে ছোট্ট কোয়া ফিনিক্স ডোলান। তার খেলা, তার সঙ্গে বাড়ির পোষ্যের খেলা.. ইত্যাদি ক্লিপিংসই ফুটে উঠেছে সেখানে। কোথাও আবার দেখা গিয়েছে সমুদ্র সফরে যাওয়ার ঝলক। তবে নজর কেড়েছে অক্টোবরের ক্লিপিংস। সেখানে এক ঝলক ইলিয়েনার হাতে দেখা যাবে প্রেগনেন্সি কিট। সেখানে দুটি গোলাপি দাগ। এই ক্লিপিংসটি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে গুঞ্জন। অক্টোবর মাসেই কি ইলিয়েনা জানতে পারলেন তাঁর দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হওয়ার কথা? বর্তমানে সেই গুঞ্জনই এখন চর্চায়। তবে সত্যিটা কি, সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে। নিজের বা বেবিবাম্পের কোনও ছবি এখনও পর্যন্ত প্রকাশ্যে আনেননি ইলিয়েনা। 


প্রথম সন্তান আসার খবর শেয়ার করতেই প্রবল প্রশ্নের মুখে পড়তে হয়েছিল ইলিয়েনাকে। সেই সময়ে কেউ জানতেন না ইলিয়েনা বিবাহিত। অনেকেই মনে করেছিলেন একাই সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি। তবে তারপরে ইনস্টাগ্রাম স্টোরিতে ইলিয়েনা প্রথমে ভাগ করে নিয়েছিলেন স্বামীর সঙ্গে তাঁর একটি ঝাপসা ছবি। সেই সময়ও তাঁর পরিচয় নিয়ে অনেকেই দ্বিধায় ছিলেন। এর কিছুদিন পরে ইলিয়েনা তাঁর স্বামীর সঙ্গে ৩টি ছবির কোলাজ শেয়ার করে নিয়েছিলেন। ইলিয়েনার স্বামীর নাম মাইকেল ডোলান। ২০২৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাঁরা। তবে সবার অলক্ষ্যে। গোটা ইন্ডাস্ট্রি কার্যত জানতেনই না যে ইলিয়েনা বিবাহিত। অন্যদিকে অভিনয়ের দিক থেকেও বর্তমানে একটু দূরত্ব বজায় রাখছেন ইলিয়েনা। তিনি আপাতত ব্য়স্ত নিজের জীবন নিয়েই। 


 






আরও পড়ুন: Nikhil-Sauraseni: প্রেমের জল্পনায় অবশেষে সিলমোহর? জন্মদিনে নুসরত-প্রাক্তন নিখিলের বাহুলগ্না সৌরসেনী


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।