কলকাতা: তাঁদের পরিবার নিয়ে যত গুঞ্জন ছিল, সবই যেন থমকে গেল এর মুহূর্তে। এতদিন শোনা যাচ্ছিল, সমস্যা তৈরি হয়েছে বচ্চন পরিবার ও ঐশ্বর্য্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan) মধ্যে। সেই কারণেই নাকি জলসা ছেড়েছে ঐশ্বর্য্য। আলাদা থাকছেন বাপের বাড়িতে। মায়ের সঙ্গে রয়েছে আরাধ্যাও। তবে স্কুলের অনুষ্ঠানে যেন মিলে গেল সবটা। গোটা নেটদুনিয়ার সেটাই মনে হল বৃহস্পতিবারের ছবিটা দেখে। এর আগে দীর্ঘদিন এক ফ্রেমে দেখা যায়নি অভিষেক বচ্চন, অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) ও আরাধ্যা বচ্চন (Aradhaya Bachchan) কে। তবে বৃহস্পতিবার বদলে গেল গোটা ছবিটাই। এদিন স্কুলে ক্রিসমাসের একটি বিশেষ অনুষ্ঠান ছিল আরাধ্যা বচ্চনের। আর সেই অনুষ্ঠান দেখতেই একসঙ্গে হাজির রইলেন গোটা বচ্চন পরিবার।
আরাধ্যার স্কুলে সদ্যই একটি ক্রিসমাসের অনুষ্ঠান ছিল। সেখানে একটি নাটকে অংশ নিয়েছিলেন আরাধ্যা। তবে এই প্রথম নয়.. এর আগেও আরাধ্যা একটি অংশগ্রহণ করেছিলেন। সেই নাটকের বিভিন্ন ক্লিপিংস ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়। রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল আরাধ্যার সেই ক্লিপিংগুলি। অনেকেই বলেছিলেন, বচ্চন পরিবারের যোগ্য কন্যা। আর ফের একবার মঞ্চে আরাধ্যা। এদিন তিনি পরেছিলেন লাল একটি কোট। আর তাঁর হাত ধরেই পার্টিতে আসেন ঐশ্বর্য্য।
এ তো গেল অভিষেক আর ঐশ্বর্য্যের কথা। আর অমিতাভ বচ্চন? যিনি নাতনির জন্মদিনে শুভেচ্ছাবার্তা পাঠাননি বলে দেখা গিয়েছিল জল্পনা, সেই নাতনির অনুষ্ঠান দেখে এসেই নিজের ব্লগে লিখলেন অমিতাভ। তিনি এদিন লেখেন, 'শিশুদের সারল্য তখনই সবটা ফুটে ওঠে যখন তার বাবা মা তােদর সামনে থাকে। কী ভাল ওদের দেখা। হাজার হাজার শিশু যখন পারফর্ম করে, সেটা যে কী ভাল দেখায়। এই অভিজ্ঞতাটা ভুলে যাওয়ার মতো নয়। আর আজকের দিনটা তেমনই ছিল। এরপরে তিনি আরও একটি ব্লগ পোস্ট করেন যে তিনি একদিনের বিশ্রাম নিয়ে আবার কাজে ফিরেছেন। তবে তিনি জানিয়েছেন, একদিন বিরতি নিয়েও কাজ থেমে থাকেনি তাঁর। সবসময়েই ভবিষ্যৎ-এর কথা ভাবতে হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।