কলকাতা: কথোপকথন বিতর্ক, স্ক্রিনশট প্রকাশ থেকে শুরু করে বিস্ফোরক সব অভিযোগ.. ধারাবাহিক 'চিরদিনই তুমি যে আমার'-এর নায়ক নায়িকার মধ্যের সম্পর্কের ঝাঁঝ এসে পড়েছে ধারাবাহিকেও। সদ্য মুক্তি পেয়েছে একটি ভিডিও ক্লিপিংস। সেই আসলে চিরদিনই তুমি যে আমার'-ধারাবাহিকের নতুন প্রোমো। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি দুর্ঘটনা হচ্ছে আর্য ওরফে জীতু কমল (Jeetu Kamal)-এর। আহত হয়ে গাড়ি থেকে পড়ে যাচ্ছেন তিনি। আর ধারাবাহিকের এই দৃশ্যই গুঞ্জনে ঘি ঢেলেছে। তবে কি দুর্ঘটনার পরে মারা যাবে আর্য-র চরিত্র? বিতর্কের জেরেই কি ধারাবাহিক থেকে সরে যাচ্ছেন জীতু? এই প্রসঙ্গে এবিপি লাইভকে (ABP Live) খোলাখুলি সবটা জানালেন নায়ক।
জীতুর কথায়, 'আমি কেন ধারাবাহিক ছাড়ব? একমাত্র তখনই আমার ধারাবাহিক ছাড়ার প্রশ্ন আসত, যখন 'ব্রিচ অফ কন্ট্রাক্ট' হত। অর্থাৎ চুক্তি লঙ্ঘন করা হত। ওই ধারাবাহিকে আমি ১০ ঘণ্টা কাজ করার জন্য দায়বদ্ধ। কেন করব না? ধারাবাহিকের গল্প অনুযায়ী দেখানো হয়েছে আর্য-র এটা দুর্ঘটনা ঘটে। এটা পূর্বপরিকল্পিতই ছিল। সেই মতো আমার এখন অধিকাংশ শটই হাসপাতালে। প্রযোজনা সংস্থাকে বলা রয়েছে, আমায় কলটাইম দিলেই আমি আসব। নিজের সেরাটা দিয়ে অভিনয় করব। ধারাবাহিকে শেষ দেখানো হয়েছে আর্য আর অপর্ণা আলাদা হয়ে যাচ্ছে, তারপরেই আর্যর দুর্ঘটনা ঘটছে। এরপরে একদিন শ্যুটিং হয়েছে। আজ আবার শ্যুটিং রয়েছে। আমি নিয়মিত শ্যুটিংয়ে যাচ্ছি, শ্যুট করছি। বাকি আর কারোর কথা তো আমি বলতে পারি না। তবে একুটু স্পষ্ট জানিয়ে দিতে পারি, যদি প্রযোজক কিছু সিদ্ধান্ত নেন, তাহলে আলাদা। কিন্তু আমি কখনোই ধারাবাহিক থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেব না।'
পাশাপাশি জীতু আরও বলেন, 'আমায় একটা ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে। সেটা মারাত্মক হলেও ব্যক্তিগত বিষয়। এতদিন ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলার পরে আমি ব্যক্তিগত জীবন আর কাজ আলাদা করতে জানি। এক্ষেত্রেও সেটাই করছি। আমি গোটা বিষয়টাকে ব্যক্তিগতই রাখতে চাই। তার কোনও প্রভাব কাজে পড়তে দিতে চাই না। সেই কারণেই যে সমস্যা হয়েছে, চাই না তার প্রভাব ধারাবাহিকে পড়ুক। ফলে আমি নিয়মিতই শ্যুটিং করে যাব। আমার তরফ থেকে কোনও বিষয়ে কোনও সমস্য়া হবে না এটুকুই বলতে পারি।'
শোনা যাচ্ছে, ইতিমধ্যেই ধারাবাহিক নিয়ে একাধিক মিটিং হয়েছে। তবে সমাধান সূত্র এখনও অধরা।