মুম্বই: রণবীর কপূরের (Ranbir Kapoor) বিয়ের ছবি প্রকাশ্যে আসতেই গুঞ্জন রটেছে যে ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বলিউড অভিনেত্রী করিশ্মা কপূর (Karishma Kapoor)। ঘটনার সূত্রপাত করেছেন তিনি নিজেই। আলিয়া ভট্টের হাত থেকে 'কলিরা' ছিটকে গিয়ে পড়ে তাঁর উপর। আর পঞ্জাবি রীতি অনুযায়ী নববধূর হাতের কলিরা যাঁর উপর গিয়ে পড়ে, পরবর্তীকে তিনি বিয়ের পিঁড়িতে বসেন। দীর্ঘদিন ধরে চলে আসছে এই ধারণা। সম্প্রতি সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অনুরাগীদের সঙ্গে কথাবার্তা বলছিলেন করিশ্মা কপূর। সেখানেই এক অনুরাগী তাঁকে জিজ্ঞাসা করেন যে, তিনি ফের বিয়ের পিঁড়িতে বসবেন কিনা। আর খুব সুচতুরভাবে সেই প্রশ্নের উপর দিয়েছেন লোলো।
ফের কি বিয়ে করবেন করিশ্মা কপূর?
সদ্যই নিজের ইনস্টিগ্রাম হ্যান্ডলে অনুরাগীদের সঙ্গে প্রশ্ন-উত্তর পর্ব চালাচ্ছিলেন বলিউড অভিনেত্রী করিশ্মা কপূর। প্রশ্ন-উত্তর পর্বে যে কেউ অভিনেত্রীকে প্রশ্ন করতে পারেন। তেমনই এক অনুরাগী অভিনেত্রীকে সরাসরি জিজ্ঞাসা করেন যে, 'আপনি কি ফের বিয়ে করবেন?' অনুরাগীর সরাসরি প্রশ্নের সরাসরি উত্তর দিলেন করিশ্মা কপূর। তিনি বলেন, 'ডিপেন্ডস'। তার সঙ্গে সিদ্ধান্ত নিতে সমস্যা হওয়ার একটি মেয়ের ছবি দেন। অর্থাৎ তিনি বোঝাতে চাইলেন, সবটাই নির্ভর করছে সময়ের উপর। তিনি এখনও এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেননি।
আরও পড়ুন - Avatar: The Way Of Water: আসছে জেমস ক্যামেরনের 'অবতার' ছবির সিক্যুয়েল, প্রকাশ্যে মুক্তির দিন
করিশ্মা কপূরের বিয়ের গুঞ্জন-
প্রসঙ্গত, রণবীর-আলিয়ার বিয়ের সময়ে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দুটি ছবি পোস্ট করেছেন করিশ্মা কপূর। একটিতে দেখা যাচ্ছে, তাঁর হাতে রয়েছে নববধূর 'কলিরা' (Kaleera)। আর অন্য ছবিটিতে রণবীর-আলিয়ার বিয়ের সময়ে উচ্ছ্বসিত অবস্থায় ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। ছবি দুটি পোস্ট করে করিশ্মা কপূর লিখেছেন, 'ইনস্টাগ্রাম বনাম বাস্তব। আমার উপর কলিরা এসে পড়েছে বন্ধুরা।' জানা যায়, পঞ্জাবি রীতি অনুযায়ী যখন কোনও বিয়ে হয়, তখন কনের হাতের গয়নার সঙ্গে থাকে সোনা-রুপোয় তৈরি আরও এক গয়না। তাকেই বলে কলিরা। বিয়ের সময় কনে তাঁর বোন কিংবা বন্ধুদের মাথার উপর নিজের হাত ঝাঁকান। আর কনের হাত থেকে সেই কলিরা ছিটকে গিয়ে যাঁর উপর পড়ে, বলা হয়, খুব শীঘ্রই তাঁর বিবাহ সম্পন্ন হবে। বহু বছর ধরে এমনটাই বিশ্বাস করা হচ্ছে। রণবীর-আলিয়ার বিয়েতে আলিয়ার হাত থেকে কলিরা গিয়ে পড়ে করিশ্মা কপূরের উপর। আর তার জন্য তাঁকে বেশ উচ্ছ্বসিতও দেখায়।