কলকাতা: সেফ আলি খানের (Saif Ali Khan) ওপর হামলার ঘটনায় গ্রেফতার করা হয়েছে মহম্মদ শরিফুল ইসলামকে। আপাতত তাকে পুলিশি হেফাজতে রেখেই জেরা করছে পুলিশ। জানা যাচ্ছে, মুম্বইতে কাজ করতেই বাংলাদেশ থেকে এসেছিল মহম্মদ শরিফুল ইসলাম। তবে তার কাছে ছিল না ভারতে প্রবেশ করার কোনও বৈধ নথি। মুম্বইতে এসে একটি কাজও পেয়ে যায় সে, কিন্তু তার সেই চাকরি চলে যায়। চূড়ান্ত অভাবের বসবর্তী হয়েই নাকি চুরির রাস্তা বেছে নিয়েছিল মহম্মদ শরিফুল ইসলাম।


জেরায় মহম্মদ শরিফুল ইসলাম বলেছে, তার বাড়িতে অসুস্থ মা রয়েছে। তার পরিকল্পনা ছিল, খুব বড়লোকের বাড়ি থেকে কিছু জিনিস চুরি করে সে বাংলাদেশে পালিয়ে যাবে। সেখানে গিয়েই সে থাকতে শুরু করবে তারপরে। জেরায় আরও জানা গিয়েছে, মহম্মদ শরিফুল ইসলাম কিছু না জেনেই সেফ আলি খানের বাড়িতে ঢুকে পড়েছিল। সে জানত না 'সদগুরু শরণ'-এ থাকেন সেফ আলি খান ও করিনা কপূর খান। সে এর আগেও ৩টে বাড়িতে ঢোকার চেষ্টা করেছিল। কিন্তু সে ব্যর্থ হয়। সেই সময়ে সেখানে কড়া নিরাপত্তারক্ষীরা ছিল। কিন্তু সেফ আলি খানের আবাসনে গিয়ে সে দেখে নিরাপত্তারক্ষীরা ঘুমে মগ্ন। সেই কারণেই পাঁচিল ডিঙিয়ে 'সদগুরু শরণ'-এ ঢুকে পড়ে সে। 


কিন্তু কেন চুরির পথ বেছে নিয়েছিল শরিফুল? জানা যাচ্ছে, গত ১৫ জানুয়ারি চাকরি হারায় শরিফুল। থানের একটি পানশালায় হাউসকিপিংয়ের কাজ করত শরিফুল। কিন্তু গত ১৫ জানুয়ারি তার সেই চাকরি চলে যায়। এর পরের দিনই, অর্থাৎ ১৬ তারিখ, দিশেহারা হয়েই চুরির উদ্দেশে বেরিয়ে পড়ে শরিফুল। ইচ্ছা ছিল কোনও একজন বড়লোকের বাড়িতে চুরি করে বাংলাদেশে পালাবে সে। পুলিশের কাছে সে জানিয়েছে, থানের রেস্তোরাঁয় কাজ করার আগে তিনি ওয়ার্লির একটি রেস্তোরাঁয় কাজ করতেন। সেখানে সে ১৩ হাজার টাকা মাইনে পেত। তার মধ্যে ১২ হাজার টাকাই সে বাংলাদেশে পাঠিয়ে দিত তার মায়ের চিকিৎসার জন্য। জানা গিয়েছে, শরিফুলের বয়স ৩০ বছর। 


জানা যাচ্ছে, ওই ঘটনার দিন নিরাপত্তারক্ষীদের ঘুমাতে দেখেই পাঁচিল ডিঙিয়ে 'সদগুরু শরণ'- ঢোকে ওই ব্যক্তি। এরপরে চলে যায় ১২ তলায়, সেফের বাড়িতে। সেখানে গিয়ে সেফের ছোট ছেলে জেহ-র শৌচাগারে লুকিয়ে থাকে ছিল ওই ব্যক্তি। জেহ-র পরিচারিকা তাকে দেখতে পেয়ে চিৎকার করে ওঠে। অ্যালার্ম বাজিয়ে দেয়। সেই আওয়াজ শুনে ছুটে আসেন সেফ। এরপরেই তাঁকে একের পর এক ছুরিকাঘাত করতে থাকে মহম্মদ শরিফুল ইসলাম। গুরুতর আহত হয়ে সেফ পড়ে গেলে সেখান থেকে পালায় শরিফুল। 


আরও পড়ুন: Rashmika-Vicky: পায়ে গুরুতর চোট, হাঁটতে পারছেন না রশ্মিকা! দেখেই ভিকি যে কাজটি করলেন..