মুম্বই: দেশ জুড়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।  করোনা গ্রাসে প্রায় দেড় লাখ মানুষ। বলিউডের বেশ কয়েকজনের শরীরেরও করোনা থাবা বসিয়েছে। গায়িকা কণিকা কপূর থেকে শুরু করে অভিনেতা করিম মোরানি ও তাঁর মেয়েরা এবং হালে কিরণ কুমারের নাম উঠে এসেছে এই তালিকায়। এখন জল্পনা, অভিনেত্রী মন্দানা করিমিও নাকি করোনা আক্রান্ত!
কিন্তু এই খবরকে স্রেফ গুজব বলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী।   'ভাগ জনি' খ্যাত অভিনেত্রী মন্দানা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, তাঁর চোখের ইনফেকশন হয়েছে, করোনা নয়।
ইনস্টাগ্রাম লাইভে এসে অভিনেত্রী জানিয়েছেন, 'আমি লাইভে এলাম কারণ, আমি আপনাদের থেকে কিছু বার্তা পেয়েছি। আপনারা অনেকেই জানতে চেয়েছেন আমার কোভিড-১৯ পজিটিভ এসেছে কি না। ধন্যবাদ, আমার ব্যাপারে ভাবার জন্য। আমি করোনা-আক্রান্ত নই। আমার চোখে একটু ইনফেকশন হয়েছে। আমি সচেতনতা অবলম্বন করেছি। ডাক্তারের পরামর্শ মেনে চলছি।'


সেই সঙ্গে মন্দানার গলায় ঝরে পড়েছে উষ্মা। বলেছেন,
'প্লিজ, অন্যকে পরামর্শ দেওয়ার আগে নিজেদের শিক্ষিত করে তুলুন। আপনি যখন কোনও রোগের লক্ষণ সম্পর্কে ঠিকমতো জানেন না, তখন ডাক্তার হওয়ার চেষ্টা করবেন না। দয়া করে আন্দাজে ঢিল ছুড়বেন না। '
সেই সঙ্গে তিনি তাঁর অনুগামীদের করোনা আবহে আরও সচেতন হওয়ার অনুরোধ করেছেন। বাড়িতেও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিয়েছেন।