রণবীর কপূর-আলিয়া ভট্ট কি লুকিয়ে প্রেম করছেন?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Feb 2018 03:21 PM (IST)
মুম্বই: বলিউডে যখন সবে কেরিয়ার শুরু করেছিলেন আলিয়া ভট্ট, তখন তিনি অকপটে স্বীকার করেছিলেন রণবীর কপূরের ওপর তাঁর ক্রাশের কথা। তারপর বছর কেটে গিয়েছে। এখন টিনসেল টাউনে কান পাতলে অন্য জল্পনার কথা শোনা যাচ্ছে। সেটা হল আলিয়া-রণবীর নাকি লুকিয়ে প্রেম করছেন! প্রসঙ্গত, অয়ন মুখার্জীর ব্রহ্মাস্ত্র ছবিতে একসঙ্গে কাজ করবেন রণবীর-আলিয়া। কিন্তু এরমধ্যেই তাঁদের বন্ধুত্ব এক অন্যমাত্রায় পৌঁছেছে বলে জানা গিয়েছে। দুই অভিনেতারই ঘনিষ্ঠ সূত্রের দাবি, তাঁরা একে অপরের সঙ্গে অনেকটা সময়ও কাটাচ্ছেন। একে অপরের বাড়িতেও তাঁদের যেতে দেখা গিয়েছে। তবে এই ঘনিষ্ঠতা সকলের আড়ালে রাখতেই তাঁরা পছ্ন্দ করছেন আপাতত। বুধবার, রণবীর আলিয়ার বাড়ি গিয়েছিলনে রাত এগারোটা নাগাদ। তারপর সেখান থেকে অভিনেতা ভোররাতে নিজের বাড়ি যান। এমনকি পাপারত্জিদের ধোঁকা দেওয়ার জন্যে রণবীর-আলিয়া দুজনেই নিজেদের গাড়ি ছেড়ে দিচ্ছেন। তারপর থেকে যাচ্ছেন একে অপরের বাড়ি। এদিকে আলিয়া আবার রণবীরের প্রাক্তন ক্যাটরিনারও ভাল বন্ধু। সম্প্রতি দুজনে মিলে এক চ্যাট শোয়ে হাজির হয়েছিলেন। সেখানেই আলিয়া ক্যাটকে পরামর্শ দেন, জিম ছেড়ে এবার একটু নিজের জীবনের পুরুষ-বন্ধুদের দিকে নজর দাও।।