মুম্বই: অপেক্ষার আর মাত্র কয়েকটা দিন। আগামী ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে রাজকীয়ভাবে বিয়ের আসর বসতে চলেছে বলিউড অভিনেতা ভিকি কৌশল (Vicky Kaushal) এবং ক্যাটরিনা কাইফের (Katrina Kaif)। দুই তারকা যদিও তাঁদের বিয়ে নিয়ে মুখে কুলুপ এঁটেছেন। কিন্তু তাঁদের ঘনিষ্ঠ সূত্র থেকে তাঁদের বিয়ের প্রস্তুতির নানা খবর পাওয়া যাচ্ছে। ইতিমধ্যেই শোনা গিয়েছে, ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়েতে হাজির থাকা অতিথিদের মেনে চলতে হবে বেশ কিছু নিয়ম। যেমন, তাঁরা কেউ সঙ্গে মোবাইল ফোন নিয়ে আসতে পারবেন না, কেউ ছবি তুলতে পারবেন না, কেউ লোকেশন শেয়ার করতে পারবেন না। এছাড়াও আরও অনেক কড়া নিয়ম রয়েছে অতিথিদের জন্য। পাশাপাশি অতিথিরা ভিকি-ক্যাটরিনার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর প্রবেশ করার জন্য তাঁদের বিশেষ কোড নম্বর দেওয়া হবে বলেও শোনা যাচ্ছে বিভিন্ন সূত্রে। সেই কোড নম্বর অনুয়ায়ীই অতিথিরা সমস্ত সার্ভিস পাবেন বলে জানা যাচ্ছে।
ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়ের অনুষ্ঠানে কোন কোন বলিউড তারকা উপস্থিত থাকতে পারেন, তারও একটা তালিকা সামনে এসেছে। বরুণ ধবন, কিয়ারা আডবাণী, সিদ্ধার্থ মলহোত্র, কর্ণ জোহর, ফারহা খানের মতো তারকাদের নাম শোনা যাচ্ছে অতিথি তালিকায়। এছাড়াও সম্প্রতি শোনা গিয়েছিল সলমন খান এবং তাঁর পরিবারের সদস্যদেরও নাকি ভিকি-ক্যাটরিনার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার নিমন্ত্রণ জানানো হয়েছে। যদিও সলমন খানের বোনের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় পরবর্তীতে যে, তাঁরা কোনও বিয়ের নিমন্ত্রণ পাননি। সলমন খানের (Salman Khan) পরই গুঞ্জন রটেছে শাহরুখ খানের (Shahrukh Khan) উপস্থিতি নিয়েও। বলিউডের এমন হাইভোল্টেজ বিয়েতে কি হাজির থাকবেন বাদশা শাহরুখ খান?
বিভিন্ন সূত্রে খবর, নিজের বিয়েতে শাহরুখ খানকে খুব শীঘ্রই আমন্ত্রণ জানাবেন ক্যাটরিনা কাইফ। শোনা যাচ্ছে, বলিউড সুপারস্টারের কাছে বিয়ের নিমন্ত্রণপত্র খুব শীঘ্রই পাঠাবেন 'সূর্যবংশী' অভিনেত্রী। যদিও শাহরুখ খান উপস্থিত থাকবেন কিনা, তা এখনও পর্যন্ত জানা যায়নি। প্রসঙ্গত, ক্যাটরিনা কাইফের সঙ্গে শাহরুখ খান 'যব তক হ্যায় জান' এবং 'জিরো' ছবিতে স্ক্রিন শেয়ার করেছেন।
দীপাবলি থেকেই ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়ের গুঞ্জন আরও জোরাল হয়। শোনা যায়, দীপাবলির দিন ক্যাটরিনা ঘনিষ্ঠ পরিচালক কবীর খানের বাড়িতেই নাকি রোকা অনুষ্ঠান সেরে ফেলেছেন দুই তারকা। যদিও তাঁদের পরিবারের পক্ষ থেকে এই খবরের সত্যতা স্বীকার করা হয়নি।