মুম্বই: দিনকয়েক আগে শিল্পা শেট্টির একটি ছবি ভাইরাল হয়ে যায়। তাতে দেখা যাচ্ছিল, তিনি একটি ডায়াগনস্টিক ল্যাব থেকে বেরিয়ে আসছেন, হাতে রিপোর্ট। সঙ্গে সঙ্গে কানাকানি শুরু হয় সোশ্যাল মিডিয়ায়, নির্ঘাত শিল্পা অন্তঃসত্ত্বা।

নেমে যায় হ্যাশট্যাগ #শিল্পাকোকেয়াহুয়া।

কানাঘুষো থামাতে আসরে নামলেন শিল্পা নিজেই। টুইটারে এ নিয়ে জবাব দিয়ে সক্কলকে চুপ করিয়ে দিয়েছেন তিনি। শিল্পা জানিয়েছেন, সাধারণ শারীরিক পরীক্ষার জন্য ওই ল্যাবে গিয়েছিলেন, এটা তিনি নিয়মিত করে থাকেন। তাঁর কিচ্ছু হয়নি, তিনি গর্ভবতী নন।

[embed]https://twitter.com/TheShilpaShetty/status/1007971579458916352?ref_src=twsrc%5Etfw&ref_url=https%3A%2F%2Fdeccanchronicle.com%2Fentertainment%2Fbollywood%2F170618%2Fis-shilpa-shetty-kundra-pregnant-she-reacts-and-its-hilarious.html[/embed]

শিল্পার ছেলে ভিয়ান ৬ বছরে পা দিয়েছে। সেই উপলক্ষ্যে স্বামী রাজ কুন্দ্রা ও ছেলেকে নিয়ে একটি বৃদ্ধাশ্রমের আবাসিকদের মধ্যে মিষ্টি বিতরণ করেছেন শিল্পা।