হাই হিল শ্যু পরেই বেশির ভাগ সময় দেখা যায় সোনমকে। কিন্তু হালে সোনমের এই ভিডিওতে দেখা যাচ্ছে, সোনম পরেছেন হলুদ ফ্ল্যাট জুতো। অনেকের মনে হচ্ছে, সোনমের হাঁটাচলাতেও পরিবর্তন হয়েছে।
কিছুদিন আগে সোনমের জুতোর ফিতে বেঁধে দিতে দেখা যায় স্বামী আনন্দ আহুজাকে। তখনও সোনমের মা হওয়া নিয়ে জল্পনা হয়েছিল। সম্প্রতি এক সাক্ষাৎকারে মা হওয়ার ব্যাপারে কথাও বলেন অনিল কন্যা। তিনি বলেন, স্বামী আনন্দের সঙ্গে এই নিয়ে তাঁর দীর্ঘক্ষণ কথা বার্তা হয়েছে। তাঁরা দুজনেই সন্তান চান।
গতবছর মে মাসে সোনম ও আনন্দ গাঁটছড়া বাঁধেন।