রোদ চশমায় স্টাইলিশ অমিতাভের সঙ্গে দাঁড়িয়ে অভিষেক। সঙ্গে দেখা যাচ্ছে প্রযোজক রমেশ শর্মাকে। অমিতাভ অভিনীত অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ এখন মুক্তির অপেক্ষায়। অন্যদিকে অভিষেককে শেষ দেখা গিয়েছিল ২০১৮র সেপ্টেম্বরে মুক্তিপ্রাপ্ত ‘মনমর্জিয়া’ ছবিতে। বাবা অমিতাভের সঙ্গে ছোট্ট অভিষেক, সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করলেন জুনিয়র বি
web desk, ABP Ananda | 27 Apr 2019 12:25 PM (IST)
সাদা-কালো এই ছবি দেখে মুগ্ধ বচ্চন-অনুরাগীরা। দেখে নিন কোন ছবি শেয়ার করলেন অভিষেক।
মুম্বই: ফিরে দেখা ছেলেবেলা। অভিষেক বচ্চন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন বহু বছর আগের ছবি। বাবা অমিতাভের সঙ্গে জুনিয়র-বি-র এই ছবিটি দেখে খুশি বচ্চন-ভক্তরা।