কলকাতা: শোনা গিয়েছিল, এই বায়োপিকের মুখ্যচরিত্রে অভিনয় করবেন কিয়ারা আডবাণী (Kiara Advani)। বলিউডে কান পাতলেই, শোনা যাচ্ছে তেমনই কথা। এ ও শোনা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি চুক্তিতে সাক্ষর করে ফেলেছেন কিয়ারা। তবে এবার উঠে এল আরেক অভিনেত্রীর নাম! তিনি তৃপ্তি দিমরি (Tripti Dimri)। মীনাকুমারীর বায়োপিকে কি তবে কিয়ারা নন, দেখা যেতে পারে তৃপ্তি দিমরিকে? সদ্য এক সাংবাদিক সম্মেলনে মীনাকুমারীর বায়োপিক নিয়ে তৃপ্তি দিমরি মুখ খোলার পরেই শুরু হয়েছে এই জল্পনা।

এর আগে একবার শোনা গিয়েছিল, মীনাকুমারীর বায়োপিকে দেখা যেতে চলেছে কৃতি শ্যানন (Kriti Shanon)-কে। তবে এরপরে শোনা গেল, কিয়ারা আডবাণী নাকি এই ভূমিকায় অভিনয় করছেন। তবে আজ একটি সাংবাদিক সম্মেলনে তৃপ্তি দিমরি বলেছেন, তিনি পর্দায় মীনাকুমারীর চরিত্র ফুটিয়ে তুলতে আগ্রহী। সদ্য মুক্তি পেয়েছে তৃপ্তির নতুন সিনেমা, ‘ধ়ড়ক ২’। আর এই সিনেমা নিয়েই একটি সাংবাদিক সম্মেলনে তৃপ্তি বলেন, তিনি বায়োপিকে অভিনয় করতে চান। এছাড়াও তিনি বলেন, তিনি মধুবালা ও মীনাকুমারীর বড় ভক্ত। তাঁদের চরিত্র যদি পর্দায় ফুটিয়ে তোলার সুযোগ পান তিনি, তাহলে সেটা হবে তাঁর বড় পাওয়া। তৃপ্তি দিমরি বলেন, 'যদি কেউ মীনাকুমারী বা মধুবালাজীর জীবন নিয়ে বায়োপিক তৈরি করতে চান, তাহলে তিনি সেই সিনেমার অংশ হতে চান।'

অ্যানিমালে রণবীর কপূরের সঙ্গে অভিনয় করে সোশাল মিডিয়ায় ন্যাশনাল ক্রাশ তকমা পেয়েছিলেন তৃপ্তি দিমরি। বলিউডের নায়িকা ব্রিগেডের মধ্যে এখন তৃপ্তিই ব্যস্ততম মুখ। বি-টাউনে তাঁর কোনও পারিবারিক কানেকশন ছিল না। তবে নিজের প্রতিভার জোরেই একের পর এক হার্ডল তিনি পেরোচ্ছেন সাফল্যের সঙ্গে। অ্যানিমালে অভিনয়ের আগে ছবি প্রতি তৃপ্তির পারিশ্রমিক ছিল প্রায় ৪৫ লক্ষ টাকা। সূত্রের খবর, এখন ছবি পিছু তৃপ্তি প্রায় ৩ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন। শ্রীদেবী অভিনীত মম-এ তৃপ্তি চোখে পড়ার মত কোনও চরিত্রে ছিলেন না। তারপর পরিচালক হিসেবে শ্রেয়স তালপড়ের ডেবিউ ফিল্ম 'পোস্টার বয়েজ'-এ অভিনয় করেন তিনি। তৃপ্তি প্রথমবার দর্শকদের নজর কাড়েন অনভিতা দত্তের নেটফ্লিক্স ফিল্ম বুলবুল-এ পাওলি দাম আর রাহুল বসুর সঙ্গে অভিনয় করে। তারপর স্বস্তিকা মুখোপাধ্যায়, বাবিল খানের সঙ্গে নেটফ্লিক্স ফিল্ম কালা-তেও তৃপ্তির অভিনয় দাগ কেটে যায় দর্শকদের মনে। অ্যানিমালের পর তৃপ্তির ফিল্মোগ্রাফিতে ব্যাড নিউজ, ভিকি বিদ্যা কা ওহ বালা ভিডিও, ভুল ভুলাইয়া থ্রি-র মত ছবির নাম জুড়ে গিয়েছে।