কলকাতা: দীর্ঘ ৬ বছরের সফর শেষ হতে চলেছে তাঁর। বিচারকের আসনে বেশ জনপ্রিয় ছিলেন তিনি। এপ্রিল মাসের ৬ তারিখ শেষ হয়েছে ইন্ডিয়ান আইডল ১৫। বিজেতা হয়েছেন মানসী ঘোষ (Manasi Ghosh)। এই শো-এও বিচারকের আসনে ছিলেন তিনি। তবে এই সিজনের সঙ্গে সঙ্গেই নাকি ইন্ডিয়ান আইডলের সফর শেষ হচ্ছে বিশাল দাদলানির (Vishal Dadlani)। এই সিজনে শ্রেয়া ঘোষাল ও বাদশাহের সঙ্গে বিচারকের দায়িত্ব পালন করেছেন তিনি। তবে এই সিজনের শ্যুটিং শেষ হওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন বিশাল। আর সেখান থেকেই গুঞ্জন উঠেছে তাঁর ইন্ডিয়ান আইডল থেকে অবসর নেওয়ার। কিন্তু কেন এই অবসর নেওয়ার ঘোষণা? জানা যাচ্ছে প্রত্যেক বছর ইন্ডিয়ান আইডলের শ্যুটিংয়ের জন্য ৬ মাস করে মুম্বইতেই আটকে পড়ছেন বিশাল। তার বাইরে কোথাও যাওয়া হচ্ছে না। সেটাই তাঁর মূল কারণ ইন্ডিয়ান আইডল থেকে অবসর নেওয়ার। বিশাল সোশ্যাল মিডিয়ায় শ্রেয়া ঘোষাল ও বাদশার সঙ্গে একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, 'এই টুকুই ছিল। ৬টা সিজন পরে, এই সিজনের সঙ্গে সঙ্গে আমার ইন্ডিয়ান আইডলের সফরও শেষ হচ্ছে। আশা করি এই শো আমায় ততটাই মিস করবে যতটা আমি এই শো-টাকে মিস করব। এবার কনসার্টে, নতুন মিউজিক তৈরিতে ফেরার সময় আর রূপটান না করার সময়। বিদায় বন্ধুরা.. ৬টা সিজন ধরে অনেক মজা করেছি। খুব বেশি করে মনে পড়বে।'

অন্যদিকে শিরোপা এল বাংলায়। ‘ইন্ডিয়ান আইডল ১৫’ (Indian Idol 15) – এর বিজেতা হলেন মানসী ঘোষ (Manasi Ghosh )। শুধু খেতাব আর ট্রফি নয়, পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন ২৫ লক্ষ টাকাও। শুভ্রজিৎ চক্রবর্তী ও স্নেহা শঙ্কর পরাজিত হয়েছেন মানসীর কাছে। তাঁরা দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন। এক্স অ্যাকাউন্ট থেকে (সাবেক ট্যুইটার) সোনি টিভি খবরটি ঘোষণা করেছে। সঙ্গে শেয়ার করে নিয়েছে মানসীর একটি ছবি। ক্যাপশনে লেখা হয়েছে,  ‘কয়েক সপ্তাহের মিউজিক,  ম্যাজিক এবং মুহূর্তের পর-মানসী শুধু একটি শিরোপা জেতেননি,  উনি লক্ষ লক্ষ মানুষের জিতেছেন’।