কলকাতা: সোশ্যাল মিডিয়ায় নায়িকারা ছবি দিলে, সেখানে যেমন শুভেচ্ছার বন্যা বয়ে যায়, তেমনই ধেয়ে আসে নেতিবাচক মন্তব্যও। ট্রোলিং যেন একরমক গা সওয়া হয়ে গিয়েছে নায়ক-নায়িকাদের। তাঁরা কখনোই কোনও মন্তব্য করেন ন এ নিয়ে, নিজেদের শর্তে জীবন বাঁচার মধ্যেই যেন শান্তি খুঁজে পান। কিন্তু দিনের শেষে তো তাঁরাও মানুষ, খারাপ মন্তব্যের ঝড় কারই বা ভাল লাগে!। আর তাই, নিজের নতুন ছবির কমেন্ট বক্স বন্ধ করে দিলেন অভিনেত্রী ইশা সাহা (Isha Saha)। 


তিনি সোশ্যাল মিডিয়ায় হামেশাই ছবি শেয়ার করে নিলেও, নিজের ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখাই পছন্দ করেন ইশা। কখনোই সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যক্তিগত জীবনকে মেলে ধরতে স্বচ্ছন্দবোধ করেন না তিনি। তাঁর প্রোফাইল ভরে তাঁকে নিজেরই মোহময়ী ছবিতে। তবে সদ্য, সোশ্যাল মিডিয়ায় নিজের দুটি ছবি শেয়ার করেছেন তিনি। একটিতে, ফ্লোরাল পোশাক ও রোদচশমা পরে রয়েছেন তিনি। এলোমেলো চুল পড়েছে মুখের চারপাশে। নিজের মধ্যেই নিজে মজেছেন ইশা। তবে সোশ্যাল মিডিয়ার এই ঝলমলে ছবি তেমন মনে ধরেনি নেটিজেনদের। অনেকে যেমন বলেছেন, 'আপনি কী বুঝতে পারছেন আপনাকে দেখতে খারাপ লাগছে?' অনেকে আবার লিখেছেন, 'আপনি কি একেবারেই খাওয়াদাওয়া করছেন না?'


এই মন্তব্যের ভিড় কমেন্টবক্সে দেখেই কমেন্ট করার অপশন বন্ধ করে দেন ইশা। এতে, কেবল সবাই তাঁর ছবি দেখতে পাবে। সেখানে কোনওরকম মন্তব্য জানাতে পারবেন না। এরপরে, সাদা পোশাকে আরও কিছু ছবি ভাগ করে নিয়েছেন ইশা। সেখানে তিনি একটি সবুজ টেবিল-চেয়ারে বসে রয়েছেন। সেই ছবিরও কমেন্টবক্স বন্ধ করে দিয়েছেন তিনি। ক্যাপশনেও লিখেছেন, 'কোনও মন্তব্য নয়।'


সদ্য, একটি ছবির প্রচারের সময়, সোশ্যাল মিডিয়া নিয়ে এবিপি লাইভের প্রশ্নের উত্তরে ইশা বলেছিলেন, 'এখন ছবির প্রচার ভীষণভাবে সোশ্যাল মিডিয়ার ওপর নির্ভর করে। সোশ্যাল মিডিয়াকে তাই আমি কেবল কাজের জন্যই ব্যবহার করার চেষ্টা করি। তবে আমার সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করতে ভাল লাগে। করিও। সেটা দর্শকদের প্রত্যাশার কথা মাথায় রেখে। তবে, নিজের ব্যক্তিগত জীবনে কী ঘটছে সেটা আমি নিজের কাছে রাখতেই পছন্দ করে। কোথাও একটা সীমারেখা থাকা ভীষণ দরকার। কারণ মানুষ আমার ব্যক্তিসত্তাটাকে খুব বেশি জেনে গেলে আমি যে চরিত্রে অভিনয় করব তার সঙ্গে একাত্ম হতে পারবেন না আর। সেটা একজন অভিনেতা বা অভিনেত্রীর জন্য ভাল নয় মোটেই। আমার ব্যক্তিগতভাবে মনে হয়, সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকলে আকর্ষণ আর ম্যাজিকটা বজায় থাকবে।'


 






আরও পড়ুন: Shruti-Swarnendu: নদী, ঘন জঙ্গলে মধুচন্দ্রিমা কাটাচ্ছেন শ্রুতি-স্বর্ণেন্দু, বিশেষ উপহারে কী পেলেন 'রাঙাবউ'?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial