কলকাতা: তাঁর মিষ্টি হাসি, ধারালো অভিনয় আর বুদ্ধিদীপ্ত কথাবার্তা, ইতিমধ্যেই মন ছুঁয়ে গিয়েছে বাঙালির। বিভিন্ন চরিত্রে তাঁর অভিনয় বুঝিয়ে দিয়েছে, ইশা সাহা (Ishaa Saha) লম্বা দৌড়ের ঘোড়া। তবে এবার রেকর্ডিং স্টুডিওতে ইশা! গানও গাইবেন নায়িকা? 


হ্যাঁ, নায়িকার সুরেলা গলায় গান শোনা গেল ঠিকই, তবে তা প্লেব্যাকের জন্য নয়। আগামীকাল অর্থাৎ ৩০ তারিখেই মুক্তি পাবে দেব (Dev), প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) ও ইশা অভিনীত কাছের মানুষ (Kacher Manush)। এই ছবির গান ইতিমধ্যেই মুক্তি পেয়ে গিয়েছে বেশ কয়েকটি। এরমধ্যে যে গানটি দর্শকদের বেশ মনে ধরেছে সেটি হল মুক্তি দাও। পর্দায় দর্শকেরা এই গানটি শুনতে পাবেন সোনু নিগম (Sonu Nigam)-এর কন্ঠে। এই গানের প্রচার করতে সদ্য কলকাতাতেও এসেছিলেন সোনু। কিন্তু দর্শকদের পাশাপাশি এই গান যে এতটা মন ছুঁয়েছিল ইশার যে তিনি নিজের প্রথম গানের কভার করার জন্য এটিকেই বেছে নেবেন তা কে জানত?


সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন ইশা। সেখানে দেখা যাচ্ছে, রেকর্ডিং স্টুডিওতে রয়েছেন তিনি। আর তাঁর মিঠে গলায় শোনা যাচ্ছে কাছের মানুষ ছবির মুক্তি দাও গানটি। ক্যাপশানে ইশা লিখছেন, 'আমি গায়িকা নই। কিন্তু এই গানটা সত্যিই এত মন ছুঁয়েছে... আমার এবং আপনাদের... যেভাবে আপনারা ভালোবেসেছেন এবং প্রচুর রিলস, কভার, মন্তব্যের মাধ্যমে ভালোবাসা জানিয়েছেন, আমরা আপ্লুত। সেই ভালো লাগা থেকেই আমার এই চেষ্টা... ধরে নিন এটা আমার 'মুক্তি দাও' গানের কভার।'


আরও পড়ুন: Nusrat Jahan: ডায়েটকে 'টাটা', দুর্গাপুজোর স্রোতে গা ভাসাতে তৈরি নুসরত


সেইসঙ্গে ইশা দেব ও ছবির সঙ্গীত পরিচালককেও ধন্যবাদ জানাতে ভোলেননি। আর ইশার এই ভিডিওতর কমেন্ট সেকশন উপচে পড়েছে প্রশংসায়। সন্দীপ্তা সেন (Sandipta Sen) থেকে শুরু করে সোহিনী সরকার (Sohini Sarkar), সুস্মিতা চট্টোপাধ্যায় (Sushmita Chatterjee), অর্জুন দত্ত (Arjun Dutta) সবাই প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ইশাকে। মজার মন্তব্য করেছেন দেবও। তবে নায়িকার গানের গলা যে এত মিষ্টি.. এই ভিডিও না প্রকাশ হলে তা কি জানা যেত?