পর্ন স্টার মিয়া খলিফার মাথা কাটার কসম খেল আইএস
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Sep 2017 08:33 AM (IST)
নিউ ইয়র্ক: পর্ন স্টার মিয়া খলিফা জানিয়েছেন, আইএস তাঁর গলা কাটার ফতোয়া দিয়েছে। লেবানিজ-আমেরিকান এই অভিনেত্রী বলেছেন, আইএস একটি ফটোশপ করা ভিডিও পাঠিয়েছে তাঁকে, যাতে তাঁর মুণ্ডচ্ছেদ করতে দেখা যাচ্ছে। তারা হুমকি দিয়েছে, তাঁর সঙ্গে এমনটাই করা হবে। ২৪ বছরের মিয়া বেশ কিছু জনপ্রিয় পর্ন ছবির অভিনেত্রী। মিয়া একটি ছবিতে হিজাব পরে যৌন ক্রিয়ায় লিপ্ত হন। এরপরই আইএস তাঁরা মাথা কাটার ফতোয়া জারি করেছে। যদিও তিনি নিজে খ্রিষ্টান কিন্তু আইএসের অভিযোগ, লেবাননের মেয়ে মিয়া তাঁর মধ্য প্রাচ্যের অতীতের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। মিয়া অবশ্য বলেছেন, এই হুমকিতে তিনি ভয় পান না। দুর্বলতা দেখানোর প্রশ্নই ওঠে না- কারণ আইএস ওটাই চাইছে।