নয়াদিল্লি: 'কাশ্মীর ফাইলস' (Kashmir Files) নিয়ে বিতর্কের সাইক্লোন আছড়ে পড়ল ভারত-ইজরায়েল সম্পর্কে। সৌজন্যে ইজরায়েলি (Israeli) চলচ্চিত্র পরিচালক (film director) নাদাভ লাপিদ ( Nadav Lapid)। এবার গোয়া 'আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া'-র (IFFI) জুরি হেড হয়ে এসেছিলেন নাদাভ। বিবেক অগ্নিহোত্রী পরিচালিত 'কাশ্মীর ফাইলস' নিয়ে সেখানেই বলেন, 'কদর্য', 'প্রোপাগান্ডা' (propaganda)। নাদাভের এই বক্তব্য় ঘিরেই তুমুল বিতর্ক শুরু হয়। প্রতিবাদ জানান অনুপম খের (anupam kher)। কড়া বার্তা আসতে থাকে নানা প্রান্ত থেকে। এবার নিজের দেশের পরিচালককে ট্যুইটারে কার্যত ধুইয়ে দিলেন ভারতে ইজরায়েলের রাষ্ট্রদূত (Israeli Ambassador To India)  নাওর গিলন। বললেন, 'ইজরায়েল নিয়ে আপনার যা খারাপ লাগা রয়েছে, সে সব কিছু নিয়ে মন প্রাণ খুলে বলুন। কিন্তু অন্য কোনও দেশকে নিয়ে এভাবে নিজের নেতিবাচক মনোভাব প্রকাশ করবেন না।'


কী বললেন ইজরায়েলের রাষ্ট্রদূত?
এদিন নিজের দেশের পরিচালকের উদ্দেশে একঝাঁক কড়া ট্য়ুইট করেন গিলন। একটিতে লেখা, 'ভারতীয় সংস্কৃতিতে অতিথিকে ভগবান বলে সম্মান করা হয়। কিন্তু IFFI প্যানেলের চেয়ার হওয়ার জন্য আপনাকে আমন্ত্রণ জানিয়ে যে সম্মান দেওয়া হয়েছিল, আপনি সেটার অপমান তো করলেনই। পাশাপাশি যে ভরসা, সম্মান  এবং উষ্ণ আতিথেয়তা আপনাকে দেখানো হয়েছিল সেটারও মান রাখলেন না।' ভারতে ইজরায়েলের রাষ্ট্রদূতের আরও দাবি, 'আমি ফিল্ম বিশেষজ্ঞ নই। কিন্তু এটা জানি যে কোনও ঐতিহাসিক বিষয় নিয়ে ভাল করে চর্চা করার আগে এই ধরনের মন্তব্য করা অত্যন্ত অসংবেদনশীল বিষয়। বিশেষত যখন ঘটনার ক্ষত এখনও টাটকা এবং ভারতের বহু মানুষ তার জের বয়ে বেড়াচ্ছেন।' পরিচালকের এমন মন্তব্যের ধাক্কা যে কূটনীতিবিদদের সহ্য করতে হয়, সে কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। জানিয়েছেন,  'কাশ্মীর ফাইলস'-কে 'কদর্য', 'প্রোপাগান্ডা' বলে নাদাভ লাপিদ হয়তো সগর্বে দেশে ফিরে যাবেন। ফিরে গিয়ে এও ভাববেন, যে তিনি এমন কথা বলে কোনও বড় কাজ করেছেন। কিন্তু সেই 'সাহসিকতার' ধাক্কা যে ভারতে কর্মরত ইজরায়েলের কূটনৈতিক প্রতিনিধিদের পোহাতে হয়, সে কথাও দ্ব্যর্থহীন ভাষায় মনে করিয়ে দেন নাওর গিলন। 


কড়া বার্তা অনুপম খেরের...
সোমবার রাতে ৫৩তম  'আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া'-য় নাদাভ লাপিদ জানিয়েছিলেন, 'কাশ্মীর ফাইলস' দেখে তিনি বিধ্বস্ত। ছবিটিকে 'প্রোপাগান্ডা ফিল্ম'ও বলেন এই বিশিষ্ট পরিচালক। বিষয়টি নিয়ে তুমুল হইচই পড়ে যায়। এদিন সকালেই এএনআই-কে প্রতিক্রিয়া দেন অনুপম খের। বলেন, 'যদি হলোকস্ট সত্যি হয়ে থাকে, তা হলে কাশ্মীরি পণ্ডিতদের ভূমিচ্যূত করার ইতিহাসও সত্যি। এর যোগ্য জবাব দেওয়া হবে। ...ওঁর এমন মন্তব্য করা অত্যন্ত নিন্দনীয়। ইহুদিরাও হলোকস্টের ভয়াবহতা সহ্য করেছেন। উনি নিজেও সেই সম্প্রদায়ের অংশ। ...ঈশ্বর যেন এটুকু বুদ্ধি দেন যাতে হাজার হাজার মানুষের ভোগান্তিকে ব্যবহার করে ওঁকে নিজের স্বার্থসিদ্ধি করতে না হয়।' প্রসঙ্গত. যে মন্তব্য নিয়ে এত তোলপাড় সে ব্যাপারে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি IFFI আয়োজকরা।


আরও পড়ুন:ফের উত্তপ্ত গড়িয়া, নরেন্দ্রপুরের পর ফের বোমবাজি, পঞ্চায়েত ভোটের আগে ত্রস্ত এলাকা