নোট বাতিল দুর্দান্ত পদক্ষেপ, প্রধানমন্ত্রীকে অভিনন্দন: বললেন সলমন খান
ABP Ananda, Web Desk | 13 Nov 2016 04:34 PM (IST)
নয়াদিল্লি: অজয় দেবগণ, অক্ষয় কুমার, শাহরুখ, আমির খানের পর এবার নোট বাতিলের প্রশংসা করলেন সলমন খানও। 'বিগ বস ১০' রিয়্যালিটি শো-র সঞ্চালক সলমন খান অনুষ্ঠান চলাকালীন বলেছেন, এই সপ্তাহে কালো টাকার ওপর বিরাট হামলা চলেছে। এটা অসাধারণ পদক্ষেপ, অভিনন্দন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। 'বিগ বস ১০'-এর প্রতিযোগীদের সঙ্গে কথা বলার সময় সলমন জানান, তাঁর নিজের ৪টি হাজার টাকা আর ছটি ৫০০ টাকার নোট ভাঙানো হয়নি কারণ তিনি হংকংয়ে ছিলেন। কিন্তু কোনও সমস্যা নেই, আগামী ২-৩ দিনের মধ্যে ব্যাঙ্কে গিয়ে তিনি টাকা ভাঙিয়ে নেবেন। ৮ তারিখ রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিল ঘোষণা করেন। তারপর থেকে গোটা দেশে ব্যাঙ্ক ও এটিএমের সামনে গ্রাহকদের দীর্ঘ লাইন চোখে পড়েছে।