নয়াদিল্লি: ৭ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত 'জওয়ান' (Jawan)। চলতি সপ্তাহের শুরুতে মুক্তি পেয়েছে ছবির প্রিভিউ (Jawan Prevue)। সেই থেকেই উত্তেজনা তুঙ্গে। এরই মধ্যে বৃহস্পতিবার কিং খান 'আস্ক এসআরকে'তে (Ask SRK) মাতেন অনুরাগীদের সঙ্গে। সেখানে বিভিন্ন অনুরাগীর বিভিন্ন প্রশ্নের উত্তর দিলেন তিনি। একজন জিজ্ঞেস করলেন 'প্রিভিউর মধ্যে তাঁর সবচেয়ে পছন্দের মুহূর্ত কোনটা?' কী উত্তর দিলেন তিনি?
অনুরাগীর প্রশ্নে শাহরুখের উত্তর
ট্যুইটারে বৃহস্পতিবার এক অনুরাগী প্রশ্ন করেন, 'জওয়ান প্রিভিউতে আপনার প্রিয় মুহূর্ত কোনটি?' সেই সঙ্গে তিনি আরও লেখেন, 'এছাডাও বেকরার করকে হমে ইউঁ না যাইয়ে আপকো হমারি কসম লৌট আইয়ে।' প্রসঙ্গত, 'জওয়ান' ছবির প্রিভিউর শেষ দৃশ্যে এই ক্লাসিক গানে পা মেলাতে দেখা গেছে অভিনেতাকে। মুণ্ডিত মস্তকে, মেট্রোর কামরায় তাঁর স্মিত হাসি নিয়ে এই গানে নাচ বেশ নজর কেড়েছে অনুরাগীদের।
এই প্রশ্নের উত্তরে অভিনেতা জানান যে এই গানটি বেছে নেওয়ার আইডিয়া ছিল পরিচালক অ্যাটলির। 'গানটা অ্যাটলির আইডিয়া ছিল। আমারও নাচ আর সবটা নিয়ে বেশ পছন্দ হয়েছে। এই আইডিয়ার মধ্যে অনেকটা জাদু আছে বলে আমি মনে করি।'
এদিনের 'আস্ক এসআরকে'তে 'জওয়ান' সংক্রান্ত একাধিক প্রশ্নের উত্তর দিয়েছেন অভিনেতা। যেমন তাঁর ট্যুইট থেকেই নিশ্চিত হওয়া গেছে যে এই ছবিতে গান গেয়েছেন অরিজিৎ সিংহ। আবার এক অনুরাগী প্রশ্ন করেন, 'শ্যুটিং করতে গিয়ে কত চোট পেয়েছেন'। অভিনেতার অদম্য উৎসাহের সঙ্গে উত্তর, 'যতক্ষণ মনে আঘাত না পাচ্ছি, ততক্ষণ সব ঠিক আছে।' অপর এক অনুরাগী জিজ্ঞেস করেন নয়নতারা ও বিজয় সেতুপতির সঙ্গে কাজের অভিজ্ঞতা। কিং খানের উত্তর, 'ওঁদের সকলের মধ্যে সবচেয়ে মিষ্টি নয়ন। অনেক ভালবাসা ও শ্রদ্ধা। বিজয় স্যর 'উন্মাদ' অভিনেতা অবশ্যই সেটা দুর্দান্ত অর্থে। ওঁদের দুজনের থেকেই অনেক কিছু শেখার আছে।'
আরও পড়ুন: 'Jawan': 'জওয়ান' ছবিতে রয়েছে অরিজিতের কণ্ঠে গান, নিশ্চিত করলেন শাহরুখ
বছরের শুরুতে মুক্তি প্রাপ্ত 'পাঠান' বক্স অফিসে একের পর এক রেকর্ড ভাঙে। চার বছর পর বড়পর্দায় নায়কের চরিত্রে শাহরুখের কামব্যাক আক্ষরিক অর্থেই ঝড় তুলেছিল বক্স অফিসে। এবার 'জওয়ান' সেই ধারা অব্যাহত রাখতে পারে কি না, সেটাই দেখার। যদিও ছবির প্রথম ঝলক, অর্থাৎ 'জওয়ান' প্রিভিউ ইতিবাচক ইঙ্গিতই দিচ্ছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন