কলকাতা: বর্তমানে মুম্বইতে চলছে WAVES 2025: মুম্বাইতে চলমান ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল অ্যান্ড এন্টারটেইনমেন্ট সামিট। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে করিনা কাপূর খান- (Kareena Kapoor Khan) একটি স্মরণীয় ঘটনার কথা শেয়ার করেছেন যা ভারতীয় সিনেমার বিশ্বায়নকেই তুলে ধরেছে । "সিনেমা: দ্য সফট পাওয়ার" শীর্ষক একটি আলোচনা সভায় বক্তৃতা দিতে গিয়ে, বলিউড তারকা জানিয়েছেন যে হলিউডের কিংবদন্তী চলচ্চিত্র নির্মাতা স্টিভেন স্পিলবার্গ (Steven Spielberg) তার ছবি 'থ্রি-ইডিয়েটস' (3 Idiots)-এর প্রশংসা করেছেন।

করিনা কপূরের সঙ্গে দেখা করে কী বলেছিলেন স্টিভেন স্পিলবার্গ?

একটি আন্তর্জাতিক রেস্তোরাঁয় এক হঠাৎ দেখা করার কথা স্মরণ করে করিনা বলেছেন, 'আমি বিদেশের একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলাম। সেখানে স্টিভেন স্পিলবার্গ ও এসেছিলেন। তখন সদ্য সদ্য মুক্তি পেয়েছে '৩ ইডিয়েটস' ছবিটি। সেখানে আমি নিজের মতো খাওয়া দাওয়া করছিলাম। হঠাৎ, স্টিভেন স্পিলবার্গ এসে আমায় জিজ্ঞাসা করেন, 'তুমিই কি সেই মেয়ে যে ভারতের বিখ্যাত একটি ছবিতে অভিনয় করেছেন? সেই ছবি, যেখানে তিনজন ছাত্র এক সঙ্গে পড়াশোনা করে?' আমি বললাম 'হ্যাঁ, 'আমি সেই মেয়ে।' তিনি আমায় বললেন, তাঁর ছবিটি ভাল লেগেছে। আমাদের ইংরাজিতে ছবিতে অভিনয় করার দরকার নেই। বিদেশের একজন চিত্রপরিচালক 'থ্রি ইডিয়েটস' দেখেছেন। এটা আমাদের ভারতীয় সিনেমার জন্য় একটা খুব গর্বের বিষয়।

'জানে জান' অভিনেত্রী জানিয়েছেন, হিন্দি ছবিতে তার হৃদয় রয়েছে আর তিনি পশ্চিমে কাজ করতে কখনও কোনও বাধার সম্মুখীন হননি। তাঁর কথায়, 'সিনেমা আমার কাছে একটা আবেগ, সিনেমা আমার রক্তে মিশে আছে। আমি সিনেমার পরিবারেই জন্মেছি। তাই আমি কখনও কিছুতে না বলব না। কিন্তু কিছুকে অনুসরণ করা আমার ব্যক্তিত্বের অংশ নয়। চলচ্চিত্র নির্মাতা কর্ণ জোহর সঞ্চালিত এই অধিবেশনে তেলেগু অভিনেতা বিজয় দেবেরাকোন্ডাও উপস্থিত ছিলেন। করিনা লন্ডন ভ্রমণের আরেকটি ঘটনার কথা বলে ভারতীয় ছবি কীভাবে সীমান্ত পেরিয়ে প্রতিধ্বনিত হতে থাকে তা তুলে ধরেছেন।

কাতারে বাড়ি কিনেছেন সেফ-করিনা

অন্যদিকে, সদ্য কাতারের দোহায় একটি বিলাসবহুল বাড়ি কিনেছেন সেফ আলি খান ও করিনা কপূর খান (Kareena Kapoor Khan)। এর আগে মুম্বইয়ের বিলাসবহুল আবাসনেই থাকতেন তাঁরা। এর বাইরে পৈত্রিক বাড়ি ছাড়া তাঁদের আর বাড়ি ছিল না। তবে এবার দোহার সেন্ট রেগিস মারসা আরবিয়া দ্বীপে নিজেদের জন্য একটা বাড়ি কিনেছেন সেফ। সদ্য একটি সাক্ষাৎকারে সেফ বলেছিলেন যে তিনি এমন একটা জায়গা খুঁজছিলেন যেটা ভারতের থেকে বেশি দূরে হবে না, আবার একইসঙ্গে বিলাসবহুল ও হবে। সেই সঙ্গে সেই জায়গাটায় থাকবে নিরাপত্তাও। সেফের কথায়, 'এখানে বাড়ি কেনার আগে কয়েকটা বিষয় মাথায় কাজ করছিল। যাতে জায়গাটা নিরাপদ হয়। ওখানে গিয়ে সুরক্ষিত মনে হয়েছে। একটা দ্বীপের মধ্যে একটা দ্বীপ তৈরি করে থাকার জায়গা, এই চিন্তাটাই দারুণ লেগেছিল। এবং থাকার জন্য খুবই ভাল। ওখানকার খাওয়া-দাওয়া জীবনযাত্রার মধ্যে একটি নিশ্চিন্তি রয়েছে।' এই সমস্ত কারণ মাথায় রেখেই দোহা জায়গাটাকে বেছেছেন সেফ।