নয়াদিল্লি: ইমতিয়াজ আলির (Imtiaz Ali) রোম্যান্টিক কমেডি (Romantic Comedy) ঘরানার ছবি 'যব উই মেট' (Jab We Met)। করিনা কপূর (Kareena Kapoor Khan) ও শাহিদ কপূর (Shahid Kapoor) অভিনীত রোম্যান্টিক কমেডি ঘরানার এই ছবি যে কোনও বলিউড প্রেমীর 'প্রিয় ছবি'র তালিকায় রয়েছে নিঃসন্দেহে। শনিবার ছবির অনুরাগীদের আবার একবার এই ছবি নিয়ে সুখবর দিলেন বেবো। তিনি জানান প্রেম দিবসে ফের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে 'যব উই মেট' (Re-Release)। 


প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি পাবে 'যব উই মেট'


নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে এদিন সুখবর দিলেন অভিনেত্রী করিনা কপূর। ছবির একাধিক দৃশ্যের একটি কোলাজ বানিয়ে তিনি ভিডিও পোস্ট করেন। সেখানেই জানা গেল, 'যব উই মেট' ফের মুক্তি পাবে সকল প্রেক্ষাগৃহে, আগামী ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে-তে। 


যে ভিডিও অভিনেত্রী পোস্ট করেন, সেখানে ফিল্মে অভিনেত্রীর একাধিক স্মরণীয় সংলাপ ও মজার দৃশ্যের কোলাজ দেখা গেল। ছবিতে গীত চরিত্রে তাঁকে প্রচণ্ডই পছন্দ করেছিলেন দর্শক। তাঁর বিপরীতে অভিনয় করেন শাহিদ কপূর। চরিত্রের নাম আদিত্য কাশ্যপ। ভিডিও পোস্ট করে এদিন অভিনেত্রী ক্যাপশনে লেখেন, 'কখনও পুরনো হয় না... বাই গড! ভ্যালেন্টাইন্স ফিল্ম ফেস্টিভ্যাল'। 


 






শাহিদ কপূর ও করিনা কপূর খান ছাড়াও 'যব উই মেট' ছবিতে একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন দারা সিংহ, তরুণ অরোরা, সৌম্যা ট্যান্ডন, পবন মলহোত্র প্রমুখ। 


আরও পড়ুন: TMC MP Dev: তৃতীয় বার ভোটে লড়বেন দেব, TMC সূত্রে খবর, মান ভাঙালেন মমতা-অভিষেক?


প্রসঙ্গত, কর্মক্ষেত্রে করিনা কপূর খানকে এরপর দেখতে পাওয়া যাবে হংসল মেহতার থ্রিলার 'দ্য বাকিংহাম মার্ডার্স'-এ। ১০ বছর বয়সী শিশুর খুনের তদন্ত নিয়ে এক গোয়েন্দার কাহিনি বলবে এই থ্রিলার। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রণবীর ব্রার, কিথ অ্যালেন, অ্যাশ ট্যান্ডন, আশেক আখতার প্রমুখ। অন্যদিকে গতকাল, ৯ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাহিদ কপূর ও কৃতি শ্যানন অভিনীত 'তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া'। অন্য ধরনের প্রেমকাহিনির এই ছবির গান দর্শকের মন জয় করেছে আগেই। এই প্রথম জুটি বাঁধলেন শাহিদ ও কৃতি।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।