কলকাতা: তৃণমূলের হয়ে আবারও প্রার্থী হতে পারেন দেব, বলছে দলীয় সূত্র। এখনও কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে রয়েছেন দেব। সেখান থেকে বেরিয়ে কোনও মন্তব্য করেননি তিনি নিজে। তবে তৃণমূল সূত্রে খবর,তৃতীয় বার লোকসভা নির্বাচনে দলের প্রার্থী হতে রাজি হয়েছেন দেব। আবারও ঘাটাল থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন তিনি। (TMC MP Dev)


শনিবার প্রথম ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন দেব। দু'জনের মধ্যে প্রায় এক ঘণ্টা কথা হয়। কেন দেব প্রার্থী হতে চাইছেন না, জানতে চান অভিষেক। তিনি দেবের সমস্ত অভিযোগ মন দিয়ে শোনেন বলে খবর। এবার বিকেল সাড়ে ৪টে নাগাদ অভিষেকের দফতর থেকে বেরিয়ে যান দেব। (Kolkata News)


তবে বাড়ি বা শ্যুটিংয়ে না গিয়ে, ক্যামাক স্ট্রিট থেকে সোজা কালীঘাটে হাজির হন দেব। সেখানে বাড়িতে গিয়ে মমতার সঙ্গে দেখা করেন তিনি। সেখানে বেশ কিছু ক্ষণ কথা হয় দু'জনের মধ্যে। এর পর কালীঘাট থেকে বেরিয়ে যান দেব। সেখান থেকে বেরিয়ে সংবাদমাধ্যমে কিছু বলেননি। তবে দেবের মানভঞ্জনে তৃণমূল নেতৃত্ব সফল হয়েছেন বলে খবর। (Lok Sabha Elections 2024)


আরও পড়ুন: DA Protests: বাজেটে DA বৃদ্ধির ঘোষণার পরও অনড় সংগ্রামী যৌথ মঞ্চ, ২২ ফেব্রুয়ারি কর্মবিরতির ডাক


তৃণমূল সূত্রে জানা যাচ্ছে, দেবের বক্তব্য মন দিয়ে শুনেছেন তৃণমূল নেতৃত্ব। তাঁকে সবরকম আশ্বাস দেওয়া হয়েছে। জটিলতা কেটেছে। মমতার অনুরোধে দেব আবারও দলের প্রার্থী হতে রাজি হয়েছেন। ঘাটালব থেকে দেব ফের নির্বাচনে দাঁড়াতে পারেন। তবে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মমতা। এ নিয়ে আনুষ্ঠানিক ভাবে জোড়াফুল শিবির থেকে এখনও পর্যন্ত কোনও ঘোষণা হয়নি।


তৃণমূলের তারকা সাংসদ দেব। কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনে দাঁড়ানোর ইচ্ছে নেই বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। দেব তৃণমূলের থাকতে চান না, বিজেপি-র সঙ্গে কথা হচ্ছে বলে দাবি করেছেন দেবের সতীর্থ রুদ্রনীল ঘোষও। এদিন দেবকে নিয়ে জল্পনার মধ্যে মুখ খোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তিনি বলেন, "কাঁচকলা হবে। ঘাটালে আমরা ২ লক্ষ ভোটে জিতব। মোদিজির বাইরে একটি ভোটও পড়বে না। এখানটাকে কাশ্মীর, ইউক্রেন হতে দেব না। আগে দেশ, তবে ঘাটাল।" দেব নিজে যদিও এখনও পর্যন্ত পরিষ্কার ভাবে কিছু জানাননি।