মুম্বই: নাম জড়িয়েছে আর্থিক প্রতারনায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrashekhar) সঙ্গে। নেট দুনিয়ায় রোজই ভাইরাল হচ্ছে ব্যক্তিগত মুহূর্তের ছবি। বিতর্কে জর্জরিত বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez) এবার বিশেষ আবেদন করলেন নেটিজেনদের উদ্দেশে। 


আর্থিক প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর। দুশো কোটি টাকার আর্থিক প্রতারণার মামলা চলছে তার বিরুদ্ধে। এছাড়াও আরও বিভিন্ন প্রতারণার মামলায় অভিযুক্ত সে। অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্যাকলিন ফার্নান্ডেজের কী সম্পর্ক? কেনই বা বহু মূল্যের বিভিন্ন উপহার সে পাঠাত 'রয়' অভিনেত্রীকে? এই সমস্ত প্রশ্নের উত্তর পেতে বেশ কয়েকবার ইডির পক্ষ থেকে ডেকে পাঠানো হয়েছে জ্যাকলিনকে। জ্যাকলিনও তদন্তের সাহায্যে হাজিরা দিয়েছেন ইডির দফতরে। চলেছে ঘণ্টার পর ঘণ্টা জিজ্ঞাসাবাদ। মামলা এখনও চলছে। তারইমাঝে নেট দুনিয়ায় ভাইরাল হচ্ছে সুকেশ এবং জ্যাকলিনের ব্যক্তিগত মুহূর্তের বিভিন্ন ছবি। ভাইরাল হওয়া বিভিন্ন ছবিতে অভিযুক্ত সুকেশের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে অভিনেত্রীকে। আর এর ফলে প্রশ্ন আরও মাথাচাড়া দিচ্ছে। সব মিলিয়ে বিতর্কে জর্জরিত জ্যাকলিন। তার উপর হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রীর মা। জানা গিয়েছে স্ট্রোক হয়েছে তাঁর। তাই গত কিছুদিন ধরে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না অভিনেত্রীর। তাই এবার সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের উদ্দেশে বিশেষ আবেদন করলেন জ্যাকলিন।


আরও পড়ুন - Bollywood Celebrity Updates: ছেলের কী নাম রাখলেন নেহা ধুপিয়া? নামের মানেই বা কী?


এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি বিবৃতি প্রকাশ করেছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। বিবৃতিতে লেখা রয়েছে, 'এই দেশ এবং এই দেশের মানুষ আমাকে অনেক ভালোবাসা আর সম্মান দিয়েছে। এখানকার বন্ধু এবং সংবাদমাধ্যমের পক্ষ থেকেও আমি অনেক ভালোবাসা, সম্মান পেয়েছি। অনেক কিছু শিখেছি তাঁদের থেকে। এই মুহূর্তে আমি খুবই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। জানি আমার বন্ধুরা এবং অনুরাগীরা জানেন এই পরিস্থিতি থেকে আমি ঠিক বেরিয়ে আসব। অনেক বিশ্বাস নিয়ে সংবাদমাধ্যমে বন্ধুদের কাছে অনুরোধ করছি, ব্যক্তিগত গোপনীয়তার স্বার্থে দয়া করে আমার ব্যক্তগত ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে দেবেন না। আপনাদের প্রিয়জনের সঙ্গে হলে তো আপনারা এমনটা করতেন না। আশা করছি সত্যিটা সামনে আসবে এবং বিচার হবে। ধন্যবাদ।'



আর্থিক প্রতারণায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের মামলায় নাম জড়ানোয় বেশ কয়েকবার ইডির দফতরে হাজিরা দিতে হয়েছে জ্যাকলিন ফার্নান্ডেজকে। শুধু জ্যাকলিনই নন, এই মামলায় নাম জড়িয়েছে আর এক বলিউড অভিনেত্রী নোরা ফতেহিরও। কী কারণে অভিযুক্ত দুই অভিনেত্রীকে মূল্যবান সমস্ত উপহার পাঠাত, তা নিয়ে এখনও তদন্ত চলছে।