মুম্বই: সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি মামলায় নাম জড়ানোর পর থেকেই বারবার শিরোনামে উঠে আসছে জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez) নাম। সাম্প্রতিক সূত্রের খবর অনুযায়ী, 'রাম সেতু' অভিনেত্রীকে বিমানবন্দরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) আধিকারিকেরা আটকায়। সূত্রের খবর, তাঁকে দেশের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হয়নি। তাঁর বিরুদ্ধে আপাতত ২০০ কোটি টাকা আর্থিক দুর্নীতি মামলা চলছে। ফলে তদন্ত চলাকালীন তাঁকে ভারতের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হল না। দিল্লিতে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ইতিমধ্যেই।


দুশো কোটি টাকার আর্থিক তছরূপের ঘটনায় অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখরের (Sukesh Chandrasekhar) বিরুদ্ধে চলা মামলার তদন্তে নাম জড়িয়েছে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের। সেই সংক্রান্তই জিজ্ঞাসাবাদ করা হবে তাঁকে, সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর এমনটাই। আজ নয়াদিল্লিতে জিজ্ঞাসাবাদের জন্য জ্যাকলিন ফার্নান্ডেজকে ডেকে পাঠায় ইডি। জানা গিয়েছে, ইতিমধ্যেই তিনি ইডি দফতরে পৌঁছে গিয়েছেন। সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে মামলার তদন্ত করতে গিয়ে অভিনেত্রীর নাম উঠে আসে। কারণ হিসেবে জানা গিয়েছে, তদন্তে খোঁজ পাওয়া যায়, ওই ব্যক্তি অভিনেত্রীকে দামীদামী উপহার পাঠাতেন বলে।  জ্যাকলিনকে ইতিমধ্যেই কোটি টাকার উপহার পাঠিয়েছে অভিযুক্ত সুকেশ। সেই সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে অভিনেত্রীকে।


আরও পড়ুন - Kareena Kapoor: শাশুড়ি-বৌমার সম্পর্ক কেমন? টের পাওয়া গেল শর্মিলা ঠাকুরের জন্মদিনে


সূত্রের খবর, এদিন সকাল এগারোটায় নয়াদিল্লির অফিসে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে ডেকে পাঠিয়েছিল ইডি। সেই মতোই জিজ্ঞাসাবাদের জন্য ইডি দফতরে হাজির হন অভিনেত্রী। জানা যাচ্ছে, অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর যাঁদের সঙ্গে আর্থিক প্রতারণা করেছিল, সেই টাকা থেকেই দামী-দামী উপহার দিত জ্যাকলিনকে। এমনকি অভিনেত্রীকে সুকেশ চন্দ্রশেখরের বন্ধু হিসেবেই মনে করা হচ্ছে। কেন অভিযুক্ত জ্যাকলিনকে দামী উপহার দিত সেই সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্যই ডেকে পাঠানো হয়েছে অভিনেত্রীকে। এছাড়াও ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে, এক ব্যবসায়ীর কাছ থেকে নেওয়া বিপুল পরিমাণ টাকা অভিযুক্ত সুকেশ জ্যাকলিনের অ্যাকাউন্টে পাঠিয়েছিল। কেন অভিনেত্রীর অ্যাকাউন্টে সেই টাকা যায়, কেন অভিনেত্রী সেই বিপুল পরিমাণ টাকা নিতে স্বীকার করেন, এই সমস্ত প্রশ্নের উত্তর পাওয়ার জন্যই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।


 <





>


প্রসঙ্গত, শুধু জ্যাকলিন ফার্নান্ডেজই নন, বলিউডের আর এক অভিনেত্রী নোরা ফতেহির (Nora Fatehi) নামও জড়ায় এই মামলায়। কিছুদিন আগেও দুই অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। যদিও 'এই মামলায় কোনও যোগ নেই নোরা ফতেহির', এই মর্মে একটি বিবৃতি প্রকাশ করে তাঁর টিম।