চেনা ভঙ্গিতে জিমের বাইরে ক্যামেরা-বন্দি জাহ্নবী কপূর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Nov 2019 03:32 PM (IST)
1
সব ছবি-মানব মঙ্গলানি
2
এছাড়াও তাঁর আগামী সিনেমা গুঞ্জস সাক্সেনা-র ট্রেলারও সামনে আসতে পারে।
3
খুব শীঘ্রই তখত সিনেমার শ্যুটিং শুরু করতে পারেন জাহ্নবী।
4
এই স্পোর্টি লুকের সঙ্গে জাহ্নবীর পায়ে ছিল মানানসই চপ্পল।
5
ছবি দেখেই বোঝা যায়, তাঁর ফিটনেসের মান খুবই ভালো।
6
জিমের বাইরে তাঁকে ঝলমলে দেখিয়েছে।
7
এদিন তাঁকে কালো রঙের ক্রপ টপ ও শর্টসে দেখা গিয়েছে।
8
ফিটনেস নিয়ে খুবই খুঁতখুতে জাহ্নবী। তাই নিয়মিত জিমে গিয়ে ঘাম ঝরান তিনি।
9
মুম্বইয়ে সোমবার সকালে ফের চেনা ভঙ্গিতেই জিমের বাইরে দেখা গেল জাহ্নবী কপূরকে। তাঁকে বরাবরের মতো বেশ তরতাজা ও খোলামেলা মেজাজেই দেখা গিয়েছে।