মায়ের মৃত্যুর শোক সামলে ফিটনেস রুটিনে ফিরলেন জাহ্নবি
ছবিগুলি তুলেছেন মানব মঙ্গলানি
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছবিগুলি তুলেছেন মানব মঙ্গলানি
দেখুন জাহ্নবির ছবি
সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, জাহ্নবি এখনও তাঁর সিনেমার কাজে মনোনিবেশ করেছেন।
জিমের বাইরে জাহ্নবি।
জাহ্নবি তাঁর মায়ের মতোই কাজের প্রতি নিবেদিত প্রাণ। সিনেমার শ্যুটিংয়ে পাশাপাশি তিনি ফিটনেস রিজিমও ফের শুরু করে দিয়েছেন।
যদিও মায়ের মৃত্যুর শোক সামলে সাহসিনী জাহ্নবি সিনেমার শ্যুটিং ফের শুরু করেছেন।
ধড়ক-এর সেটে প্রায়ই জাহ্নবির সঙ্গে দেখা যেত শ্রীদেবীকে। প্রথম সিনেমার আগে মায়ের মৃত্যু জাহ্নবির কাছে একটা বড় আঘাত।
ধড়ক সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হবে জাহ্নবির।এমনই একটা সময় তাঁকে ছেড়ে চলে গেলেন তাঁর মা।
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবীর অকাল প্রয়াণে শোকস্তব্ধ সিনেমা মহল। তাঁর দুই মেয়ে জাহ্নবি ও খুশি মাতৃহীনা হয়েছেন। এমন একটা সময় শ্রীদেবীর মৃত্যু হয় যখন তাঁর বড় মেয়ে জাহ্নবি বলিউডে অভিষেকের প্রস্তুতি নিচ্ছেন।
শ্রীদেবীর মৃত্যুর পর এই প্রথম জিমের বাইরে দেখা গেল তাঁর মেয়ে জাহ্নবি কপূরকে। জিম থেকে ফেরার সময় ক্যামেরায় ধরা পড়ল জাহ্নবির ছবি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -