মুম্বই: বলিউডে পা রাখার পর থেকেই একের পর এক সম্পত্তি কিনে চলেছেন বলিউড অভিনেত্রী জাহ্নবী কপূর (Janhvi Kapoor)। গত দুটো বছরে দুটো বাড়ি কিনে ফেলেছেন। আগেই একটি বিলাসবহুল বাড়ি কিনেছিলেন। আর ফের আর একটি বাড়ি কিনে ফেললেন অভিনেত্রী। সম্প্রতি সেই বাড়ির গৃহপ্রবেশ হল। জানা গিয়েছে, মুম্বইয়ের খারে বিলাসবহুল ডুপ্লেক্স কিনেছেন জাহ্নবী। সেই বাড়িরই গৃহপ্রবেশ হল।


জাহ্নবী কপূরের গৃহপ্রবেশ-


সম্প্রতি নেট দুনিয়ায় বেশ কয়েকটি ছবি ও ভিডিও পোস্ট করা হয়েছে পাপারাৎজ্জিদের পক্ষ থেকে। যেগুলিতে দেখা যাচ্ছে, বোন খুশি এবং বাবা বনি কপূরের সঙ্গে নতুন বাড়ির গৃহপ্রবেশের পুজোয় যোগ দিয়েছেন জাহ্নবী। সেখানে সঞ্জয় কপূর এবং তাঁর স্ত্রী মহীপ কপূরকেও হাজির থাকতে দেখা যায়। 


আরও পড়ুন - Hansika Motwani: পরশু বিয়ে, তার আগে প্রকাশ্যে হংসিকার মেহেন্দির ছবি ও ভিডিও


কোথায় বাড়ি কিনলেন জাহ্নবী?


বিভিন্ন সূত্র অনুযায়ী জানা গিয়েছে, গত দু বছরে এই নিয়ে দ্বিতীয় সম্পত্তি কিনলেন জাহ্নবী কপূর। পালি হিলের কুবেলিস্ক বহুতলে কিনেছেন তিনি নতুন বাড়ি। জানা যাচ্ছে, প্রথম এবং দ্বিতীয় তলে রয়েছে অভিনেত্রীর বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। যার মূল্য নাকি প্রায় ৬৫ কোটি টাকা। 



" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">


প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে জাহ্নবী কপূরের ছবি 'মিলি'। এই ছবি দিয়েই তিনি প্রথমবার বনি কপূরের সঙ্গে কাজ করলেন। ছবিতে জাহ্নবীর অভিনয় প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। জাহ্নবীকে শীঘ্রই দেখা যাবে কর্ণ জোহরের 'তখত','দোস্তানা ২', 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি' এবং আরও বেশ কিছু ছবিতে।  



" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">