মুম্বই: সম্প্রতি মাদক কাণ্ডে শাহরুখ পুত্র আরিয়ান খানের গ্রেফতারি নিয়ে সরগরম বলিউড। একের পর এক টিনসেল টাউন তারকাকে আরিয়ানের পক্ষে সরব হতে শোনা গেছে। এবার সেই তালিকায় যুক্ত হল বর্ষীয়াণ গীতিকার ও চিত্রনাট্যকার জাভেদ আখতারের নামও। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে এই ব্যাপারে মুখ খোলেন তিনি।
১৩ সেপ্টেম্বর গুজরাতের বন্দরে মাদক বাজেয়াপ্ত হওয়ার ঘটনার সূত্রে টেনে ৭৬ বছরের বর্ষীয়াণ গীতিকার বলেন, 'আমি তো ১ বিলিয়ান ডলারের কোকেন উদ্ধার হওয়ার পর এত শিরোনাম দেখিনি, কিন্তু দেড় লক্ষ টাকা মূল্যের গাঁজা উদ্ধার হওয়ার পর তা জাতীয় স্তরের খবরে জায়গা করে নিয়েছে।'
একইসঙ্গে ২ অক্টোবর, কর্ডেলিয়া ক্রুজ কাণ্ডের ব্যাপারেও কথা বলেন তিনি। জাভেদ আখতারের কথায়, 'ফিল্ম ইন্ডাস্ট্রিতে হাই প্রোফাইল হওয়ার দাম দিতে হচ্ছে কারণ যখন তুমি ওই জায়গায় পৌঁছে যাবে তখন সকলে তোমাকে টেনে নীচে নামাতে চাইবে।'
বলিউড অভিনেতা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিনের আর্জি নিয়ে আজ শুনানি হবে আদালতে। আপাতত ক্রুজ মাদক মামলায় জেলেই রয়েছে আরিয়ান। তাঁর জামিনের আর্জির শুনানি হচ্ছে বিশেষ এনডিপিএস আদালতে। এর আগে আদালত আরিয়ানের আর্জির ক্ষেত্রে সিদ্ধান্ত স্থগিত রেখেছিল।
গত ১৪ অক্টোবর বিশেষ এনডিপিএ আদালতে এনসিবি বলিউড তারকা শাহরুখ খানের ছেলের জামিনের আর্জির বিরোধিতা করেছিল। তারা দাবি করেছিল, আরিয়ান নিয়মিতভাবে মাদকাসক্ত। আরিয়ানকে ক্রুজ জাহাজ থেকে মাদক বাজেয়াপ্ত করার ঘটনায় গ্রেফতার করেছিল এনসিবি।
গত ৩ অক্টোবর এনসিবি আরিয়ানকে গ্রেফতার করেছিল। নারকোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্ট অ্যাক্ট (এনডিপিএস) মামলায় বিশেষ বিচারক বিবি পাটিলের এজলাশে আরিয়ান সহ অন্য দুই অভিযুক্ত আরবাজ মার্চেন্ট ও মুনমুন ধামেচাও জামিনের আর্জি জানিয়েছেন। আবেদনের শুনানিতে এনসিবি-র আইনজীবী অতিরিক্ত সলিসিটর জেনারেল (এএসজি) অনিল সিংহ দাবি করেন, গত কয়েক বছরে আরিয়ান মাদক পদার্থ সেবন করেন, এমন প্রমাণ রয়েছে। এছাড়াও হোয়াটস্যাপ চ্যাটের উল্লেখ করে মাদক চক্রে তাঁর সামিল থাকার দাবিও করেছেন এএসজি।