বানের জলে ভেসেছে চারিপাশ। রাস্তা আর জলাশয় মিলেমিশে একাকার। যতদূর চোখ যায় শুধু জল আর জল। প্রাণ সঙ্কটে। কিন্তু মনে বিশ্বাস, শো মাস্ট গো অন ! তাই প্রবল দুর্যোগের মাঝেই বিয়ে বাড়ি হল। আর রীতিমতো সেজে গুজে বিয়ের মণ্ডপে চললেন দম্পতি। সাজসজ্জা পরিপাটি। পরনে দামি শাড়ি। গায়ে দামি গয়না। জমাটি সাজগোজ করে তাঁরা বসে পড়লেন বিশাল এক রান্না করার পাত্রে। তারপর ভেসে ভেসে চললেন বিয়ে মণ্ডপের উদ্দেশে।   


বিয়ের এতটাই আগ্রহ যে, স্থানীয় একটি মন্দির থেকে তাঁরা ভাড়া নিয়েছিলেন একটি বিরাটাকার পাত্র। তারপর তাতে বসে ভেসে চললেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিও। আরও দুজন স্থানীয় লোক ঠেলতে লাগলেন বিরাট পাত্র। স্থানীয় এক সমবাদ মাধ্যমকে তাঁরা জানিয়েছেন, এভাবে যে বিয়ের আসরে পৌঁছতে হবে, তা কল্পনার অতীত। জানা গিয়েছে, বর-বৌ উভয়েই স্বাস্থ্যকর্মী। 


 


 






প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কেরল। জল বিপজ্জনক মাত্রায় বেড়ে যাওয়ার কারণে পেরিয়ার নদীর ওপর ইদামালায়ার বাঁধের ২টি লকগেট খুলে দেওয়া হয়েছে। এছাড়াও খোলা হয়েছে আরও একটি বাঁধের লকগেট। ফলে আরও এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা। ইদুক্কিতেও জল বেড়ে বাঁধের মাথা ছুঁইছুঁই। ফলে সেখানেও লকগেট না খুললে আরও বড় বিপর্যয়ের আশঙ্কা রয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। ইতিমধ্যে কেরলে বন্যা পরিস্থিতির কারণে এখনও পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে। এর্নাকুলাম শহর জলমগ্ন। শহরের অধিকাংশ জায়গায় কোমর সমান জল। সেই জলের পরিমাণ ক্রমেই বাড়ছে। নৌকা ছাড়া যাতায়াতের উপায় নেই। দুধ, জল, খাবার নৌকায় করে পৌঁছে দেওয়া হচ্ছে বাসিন্দাদের কাছে।