মুম্বই: বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়তে চাইছে না কঙ্গনা রানাউতের। আরও একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এই বলিউড অভিনেত্রী। তাঁর বিরুদ্ধে এবার মানহানির মামলা করলেন গীতিকার. চিত্রনাট্যকার জাভেদ আখতার। একটি ন্যাশনাল নিউজ চ্যানেলের মঞ্চে জাভেদ আখতারের বিরুদ্ধে মানহানিকর মন্তব্যের জন্য কঙ্গনার বিরুদ্ধে আন্ধেরির ম্যাজিস্ট্রেট আদালতে মানহানির মামলা দায়ের হয়েছে।
গত জুলাইয়ে একটি চ্যানেলে দেওয়া সাক্ষাত্কারে জাভেদ আখতারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন কঙ্গনা। হৃত্বিক রোশনের সঙ্গে কঙ্গনা রানাওয়াতের বিবাদের খবর সর্বজনবিদিত। সেই বিবাদের সময় নাকি নিজেদের দীর্ঘদিনের বন্ধু রোশন পরিবারের পাশে দাঁড়িয়ে কঙ্গনাকে রীতিমতো ‘শাসিয়েছিলেন’ জাভেদ আখতার। তিনি নাকি কঙ্গনাকে বলেছিলেন হৃত্বিকের কাছে ক্ষমা চেয়ে নিতে, না হলে কঙ্গনার কাছে আত্মহত্যা করা ছাড়া অন্য কোনও রাস্তা খোলা থাকবে না।
জাভেদ আখতার এবার পাল্টা বলেছেন যে ওই চ্যানেলে তো বটেই, সোশ্যাল মিডিয়াতেও কয়েক লক্ষ মানুষ ওই ভিডিয়ো দেখেছেন এবং অনান্য সংবাদ মাধ্যমও ওই ভিডিয়োর বক্তব্য নিয়ে খবর করেছে যা তাঁর পক্ষে অপমানজনক, আবার ভারতীয় দণ্ডবিধি অনুসারেও মানহানিকর। সেজন্যই তিনি মামলা করেছেন।
এদিকে, গতকালই কঙ্গনা ও তাঁর বোন রঙ্গোলিকে দ্বিতীয়বার সমন পাঠিয়েছে মুম্বই পুলিশ। সাম্প্রদায়িক মন্তব্য করার অভিযোগে পুলিশ অভিনেত্রী ও তাঁর বোনের বিরুদ্ধে মামলা রুজু করেছে আদালতের নির্দেশে। ভাইয়ের বিয়ে উপলক্ষ্যে কঙ্গনা হিমাচল প্রদেশে রয়েছেন। তাই বান্দ্রা থানায় তিনি পুলিশের সঙ্গে দেখা করতে পারছেন না বলে জানা গিয়েছে। কিন্তু পুলিশ ফের তাঁকে নোটিস দিয়ে জানিয়েছে, ১০ নভেম্বর থানায় হাজির হতে হবে।


তবে কঙ্গনাও থামার পাত্রী নন। তিনি ট্যুইট করেছেন, এক থি শেরনি, অউর এক ভেড়িও কা ঝুন্ড অর্থাত এক ছিল বাঘিনী আর তার মোকাবিলায় একপাল নেকড়ে!