নয়াদিল্লি: আর মাত্র দিন ছয়েকের অপেক্ষা। ৭ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে হাজির হচ্ছে 'জওয়ান' (Jawan)। বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। শুরু হয়ে গিয়েছে অগ্রিম টিকিট বুকিংও (Advance Booking)। প্রাথমিক তথ্য বলছে, শুরু থেকেই বক্স অফিসে ঝড় তুলবে এই ছবি। কত টাকার টিকিট বুকিং হল?


'জওয়ান' টিকিটের অগ্রিম বুকিংয়ে ঝড়


অবশেষে ভারতে শাহরুখ খানের (Shah Rukh Khan) 'জওয়ান' ছবির অগ্রিম টিকিট বুকিং খুলল। অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। তার ওপর, গতকালের ট্রেলার সেই উত্তেজনার পারদ আরও চড়িয়ে দিয়েছে। আজ সকালেই শাহরুখ খানের একটি ভিডিও পোস্ট করে অ্যাডভান্স শুরু হওয়ার কথা ঘোষণা করা হয়। 


 






অগ্রিম বুকিং শুরু হতেই ঝড়ের গতিতে বিক্রি হচ্ছে টিকিট। সূত্রের খবর, টিকিটের দাম ছুয়েছে ২ হাজার ৪০০ টাকাও। তাও বিক্রি হয়ে যাচ্ছে অনায়াসে। শাহরপখ খানের ব্লকবাস্টার 'পাঠান'-এর আট মাস পর সেই একই উন্মাদনা দেখছেন ডিস্ট্রিবিউটররা। 


একাধিক ফিল্ম ট্রেড অ্যানালিস্ট সূত্রে খবর, 'জওয়ান' ছবির হাত ধরে শাহরুখ খান ইতিহাস গড়তে চলেছেন। ভারতের জনপ্রিয় টিকিট বুকিং অ্যাপ 'বুক মাই শো'-এর মাধ্যমে মাত্র ১ ঘণ্টাতেই ২০ হাজার ২৬০টির মতো টিকিট বিক্রি হয়েছে। সকলের মতে চলতি বছরে 'পাঠান' ছবির পর প্রথম দিনেই শাহরুখ খানের দ্বিতীয় ১০০ কোটির ছবি হতে চলেছে 'জওয়ান'। তা হলে সেই তালিকায় শাহরুখই এমন প্রথম বলিউড অভিনেতা হবেন। 


অন্যদিকে ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শের মতে, জাতীয় স্তরের প্রেক্ষাগৃহেও দুর্দান্ত আয় করছে ছবি। 'পিভিআর', 'আইনক্স', 'সিনেপলিস'-এ অ্যাডভান্স বুকিং শুরুর প্রায় ঘণ্টা দুয়েকের মধ্যে ৪১ হাজারেরও বেশি টিকিট বিক্রি হয়ে গিয়েছে। আজ শুক্রবার, বেলা ১১.৪৫ পর্যন্ত পাওয়া আপডেট অনুযায়ী, 'পিভিআর + আইনক্স'-এ ৩২ হাজার ৭৫০ ও 'সিনেপলিস'-এ ৮ হাজার ৭৫০ অর্থাৎ মোট ৪১ হাজার ৫০০ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। 


 




আরও পড়ুন: 'Bagha Jatin': ক্ষুদিরাম বসুর ভূমিকায় সমিউল আলম, প্রকাশ্যে 'বাঘা যতীন' ছবির নতুন লুক টিজার


দক্ষিণের তারকা পরিচালক অ্যাটলির সঙ্গে এই প্রথম কাজ করছেন শাহরুখ। দক্ষিণী ছবির 'লেডি সুপারস্টার' নয়নতারার সঙ্গেও এই প্রথম জুটি বাঁধবেন তিনি। 'জওয়ান' ছবির হাত ধরে বলিউডে পা রাখছেন নয়নতারা। ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে 'পাঠান'-এর সঙ্গী দীপিকা পাড়ুকোনকে। ছবিতে ভিলেনের চরিত্রে রয়েছেন বিজয় সেতুপতি। এই ছবি দক্ষিণ ভারত থেকেও ভাল আয় করবে বলেই আশা। প্রযোজনা সংস্থার তরফে এদিন জানানো হয়েছে সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, গত ২৪ ঘণ্টায় 'জওয়ান' ছবির ট্রেলার ১০২ মিলিয়ন ভিউজ পেয়েছে এবং বলাই বাহুল্য সেই সংখ্যা ক্রমশ ঊর্ধ্বমুখী। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial