কলকাতা: বক্সঅফিসের ৩৫ তম দিনেও শাহরুখের 'জওয়ান' (Jawan) রেকর্ড ভাঙছে বারংবার। বেশ অনেকদিন পরে কামব্যাক করেও, বরাবরের মতোই সাফল্যের শিখরে শাহরুখ ( Shah Rukh Khan)। ভারতে ইতিমধ্য়েই ৬২৭. ০৫ কোটি টাকা আয় করে ফেলেছে। বিশ্বব্যাপী এই ছবির আয় ১১১৭.৩৯ কোটি টাকা।


শুরুতেই পাঠান-র রেকর্ডও ভেঙে দেয় 'জওয়ান'


শাহরুখের এই অ্যাকশন থ্রিলার  মুক্তি পায় ৭ অগাস্ট বৃহস্পতিবার। শুরুতেই পাঠান-র রেকর্ডও ভেঙে দেয় 'জওয়ান।' বলিউডে এর আগে সবচেয়ে ওপেনিং করেছিল পাঠান। যা মূলত ৫৭ কোটি। জওয়ান সেই রেকর্ড ভেঙে ওপেনিংয়েই হিন্দি-তামিল মিলিয়ে ৭৫ কোটির গন্ডি ছোঁয়।প্রথম দিনেই শুধু দেশের মধ্যে হিন্দি ভাষায় ছবি ব্যবসা করেছে ৬৫ কোটি টাকার। কোনও হিন্দি ছবি এই রেকর্ড গড়তে পারেনি এতদিন। অন্য ভাষায় ডাব করে যেখানে যেখানে মুক্তি পেয়েছিল, তা থেকে আও ৯ কোটি টাকা উঠে আসে। অর্থাৎ সবমিলিয়ে ৭৪ কোটি টাকা ব্যবসা হয় প্রথম দিনে ।


আরও পড়ুন...


বক্সঅফিসে ব্য়র্থ 'মিশন রানিগঞ্জ', ' আমার কেরিয়ারের সেরা ছবি',মন্তব্য় অক্ষয়ের


অ্যাটলি পরিচালিত 'জওয়ান', গৌরী খান ও গৌরব খন্না প্রযোজিত, 'রেড চিলিজ এন্টারটেনমেন্ট' নিবেদিত ছবি। 'জওয়ান' ছবির এই বিপুল আয়ের কথা 'রেড চিলিজ'-এর সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে পোস্ট করে জানানো হয়েছে। 



জওয়ানে প্রথমবার দ্বৈত চরিত্রে দেখা গিয়েছে শাহরুখ খানকে। এযাবৎকালের হয়ে আসা বাকি ছবিগুলির থেকে বেশ আলাদা শাহরুখের এই ছবি প্রসঙ্গত, এর আগে শাহরুখের পাঠান ছবির জন্য গোটা থিয়েটার বুক করে রেখেছিল কিং খানের ফ্যান ক্লাব। আর এবারেও  ফিরল সেই ছায়া। অনুরাগীদের শুভকামনা তো আছেই সঙ্গে। তার উপর মঙ্গলবার জওয়ান-এর সাফল্য কামনায় বৈষ্ণোদেবীর পর তিরুপতি মন্দিরে গিয়েছিলেন শাহরুখ খান। শাহরুথের সঙ্গে তাঁর মেয়ে সুহানা খান এবং জওয়ান-এ তাঁর সহঅভিনেত্রী নয়নতারাও তিরুপতি দর্শনে যান।


'পাঠান' ও 'জওয়ান'-এর বিপুল সাফল্যের সঙ্গে শাহরুখ খান হয়ে উঠেছেন হিন্দি ছবির একমাত্র অভিনেতা যিনি একই বছরে দু-দুটি 'টপ গ্রসিং' ছবি দিয়েছেন। দর্শক এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন বড়দিনের। এই বছরের বড়দিনেই মুক্তি পাচ্ছে ২০২৩ সালে শাহরুখ খানের তৃতীয় ছবি 'ডাঙ্কি'। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial