নয়াদিল্লি: ১৩ অক্টোবর, দেশজুড়ে পালিত হয়েছে 'জাতীয় চলচ্চিত্র দিবস' (National Cinema Day)। আর এই বিশেষ দিনে বক্স অফিসে ঝড় তোলে শাহরুখ খানের (Shah Rukh Khan) 'জওয়ান' (Jawan Box Office Collection)। এই একদিনে কত টাকার ব্যবসা করল অ্যাটলির ছবি? 


জাতীয় চলচ্চিত্র দিবসে দুর্ধর্ষ ব্যবসা 'জওয়ান' ছবির


শাহরুখ খানের 'জওয়ান' ফের আগুন ধরালো বক্স অফিসে। জাতীয় চলচ্চিত্র উৎসবে প্রচুর পরিমাণে বিক্রি হল এই ছবির টিকিট। 


এমনিতেই বক্স অফিসে একটানা দুর্দান্ত ব্যবসা করে চলেছে শাহরুখ খান ও নয়নতারা অভিনীত ছবি। বিগত কিছুদিন ধরেই এই ছবির আয় ঘুরছিল ৭০ থেকে ৮০ লক্ষের মধ্যে। তবে ফের সেই আয়ের পরিমাণ ঊর্ধ্বমুখী হল ১৩ অক্টোবর। দেশজুড়ে এদিন জাতীয় চলচ্চিত্র দিবস পালিত হয়েছে। এদিন 'জওয়ান' আয় করেছে ৫ কোটি টাকা। আপাতত দেশের বাজারে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ৬৩২.২৪ কোটি টাকায়। ১৩ অক্টোবর, অ্যাটলির ছবির হিন্দি সংস্করণের দখল ছিল ৬১.৫৩ শতাংশ। 


প্রেক্ষাগৃহে টানা ৫ সপ্তাহ ধরে চলছে 'জওয়ান'। ১৩ তারিখ চলচ্চিত্র দিবস উদযাপন উপলক্ষ্যে দেশজুড়ে সমস্ত টিকিটের দাম কমিয়ে করা হয় ৯৯ টাকা। আর তাতেই কেল্লাফতে! এই ছবির টিকিট বাড়ল হুড়মুড়িয়ে। প্রযোজনা সংস্থা 'রেড চিলিজ এন্টারটেনমেন্ট' অনুযায়ী, ভারতীয় সিনেমার ইতিহাসে এটি সর্বোচ্চ আয় করা হিন্দি ছবি হয়ে উঠেছে যার মোট আয়ের পরিমাণ ছাড়িয়ে গিয়েছে ১১২৫.২০ কোটি টাকার গণ্ডি। 


 






৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পায় 'জওয়ান'। একের পর এক রেকর্ড ভাঙে এই ছবি। বছরের শুরুতে মুক্তি প্রাপ্ত শাহরুখেরই 'পাঠান' ছবির রেকর্ডও ভাঙে 'জওয়ান'। দেশে 'পাঠান' আয় করে ৫৪৩ কোটি টাকা ও বিশ্বে ১০৪৩ কোটি। যদিও সেই সংখ্যা পেরিয়ে গিয়েছে 'জওয়ান'। তবে এখনও শীর্ষস্থান ধরে রেখেছে আমির খান অভিনীত 'দঙ্গল', বিশ্বে আয়ের পরিমাণ যার ২০০০ কোটি টাকা। 


শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেতুপতি ও দীপিকা পাড়ুকোন অভিনীত 'জওয়ান' প্রথম দিনে দেশে ব্যবসা করে ৭৫ কোটি টাকার। এমনকী 'মিশন রানিগঞ্জ', 'ফুকরে ৩' বা 'দ্য ভ্যাকসিন ওয়ার'-এর মতো নতুন ছবির মুক্তিও 'জওয়ান' ছবির ব্যবসায় আঁচ ফেলতে পারেনি। 


এরপর বড়দিনে ২০২৩ সালের তৃতীয় মুক্তি নিয়ে আসছেন শাহরুখ খান। রাজকুমার হিরানির পরিচালনায় এই প্রথম কাজ করছেন তিনি। আসছে 'ডাঙ্কি'।