নয়াদিল্লি: শাহরুখ খানের (Shah Rukh Khan) ব্লকবাস্টার হিট ছবি 'পাঠান' (Pathaan)। এখনও বক্স অফিস কাঁপাচ্ছে সিদ্ধার্থ আনন্দের (Sidharth Anand) ছবি। তারপরে খুব স্বাভাবিকভাবেই দর্শক মুখিয়ে রয়েছেন কিং খানের আগামী 'জওয়ান' (Jawan) ছবিকে। শোনা গিয়েছিল, এই ছবিতে ক্যামিও (cameo) চরিত্রের জন্য দক্ষিণের সুপারস্টার অল্লু অর্জুনকে (Allu Arjun) প্রস্তাব দেওয়া হয়েছে। কী বললেন তিনি? অল্লু অর্জুন রাজি হলে এই প্রথম শাহরুখ ও অল্লু অর্জুনকে একসঙ্গে কাজ করতে দেখা যাবে।
'জওয়ান' ছবিতে শাহরুখের সঙ্গে দেখা মিলবে অল্লু অর্জুনের?
চলতি বছরে কিং খানের তিন-তিনটে ছবি মুক্তি পাওয়ার কথা। তার মধ্যে জানুয়ারি মাসে মুক্তি পেয়ে গিয়েছে 'পাঠান'। বক্স অফিসে দুর্ধর্ষ সাফল্য লাভ করেছে এই ছবি। এখন তিনি ব্যস্ত 'জওয়ান' নিয়ে। দক্ষিণী পরিচালক অ্যাটলির পরিচালনায় এই ছবিতে কিং খানের সঙ্গে দেখা যাবে নয়নতারা ও বিজয় সেতুপতিকেও।
সম্প্রতি শোনা যাচ্ছিল 'জওয়ান' ছবিতে একটি বিশেষ চরিত্রের জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল দক্ষিণী তারকা অল্লু অর্জুনকে। স্বভাবতই উচ্ছ্বসিত হন দুই তারকার অনুরাগীরা। কিন্তু সেই উচ্ছ্বাসে জল পড়ল!
সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, এই চরিত্রের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন অল্লু অর্জুন। ঘনিষ্ঠ সূত্রে খবর, অল্লু অর্জুনকে তাঁর চরিত্র শোনানো হয়েছিল, কিন্তু ব্যস্ত শিডিউলের জন্য সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। শোনা যাচ্ছে, আপাতত অত্যন্ত ব্যস্ত অল্লু অর্জুন এবং তাঁর 'পুষ্পা: দ্য রুল'-এর জন্য জোর কদমে প্রস্তুতি নিচ্ছেন। সেই ছবির শ্যুটিংও চলছে। সেই সঙ্গে আরও দুটি বড় ছবির শ্যুট শেষ করতে হবে তাঁকে, খবর এমনটাই। সূত্রের খবর, তিনি 'জওয়ান'-এর চরিত্রটা নিয়ে ভেবেওছিলেন খানিক, কিন্তু তারপরও সময়ের অভাবে প্রস্তাব ফেরান। যদিও এই খবরে মন ভেঙেছে হাজারো অনুরাগীর।
ভাইরাল শাহরুখের 'জওয়ান' লুক
অন্যদিকে 'পাঠান' ছবির সাফল্যের পর আগামী ছবির শ্যুটিংয়ে মন দিয়েছেন কিং খান। চলছে 'জওয়ান' ছবির শ্যুটিং। গোটা মুখে ব্যান্ডেজ সমতে পোস্টার প্রকাশ্যে এসেছিল আগেই। কিছুদিন আগে সেই লুকেই শ্যুটিং সেট থেকে ভাইরাল হয়ে যায় অভিনেতার একটি ছবি। সেই ছবিতে দেখা যায় শাহরুখ খানের গোটা মুখ ব্যান্ডেজে ঢাকা। চোখ খোলা, বেরিয়ে আছে চুলের লম্বা 'লকস'।
আরও পড়ুন: Swini Khara Engagement: বাগদান সারলেন 'চিনি কম' শিশুশিল্পী সিনি খারা, শেয়ার করলেন ছবি
ছবি ভাইরাল হতেই অনুরাগীদের কমেন্টের বন্যা। সকলেই উত্তেজিত। এক নেটিজেন মন্তব্য করেছেন, 'রাজা এখন থামবেন না। উনিই সেরা।' অপর একজন লিখেছেন, 'বাহ্... পাঠান এখন জওয়ান।'