Jawan Review: কলকাতা থেকে শুরু করে অন্যান্য শহর.. 'পাঠান'-কে টেক্কা দিচ্ছে 'জওয়ান'? খোঁজ নিল এবিপি লাইভ

Film Jawan Review: 'পাঠান' -কেও কি টেক্কা দিল 'জওয়ান'? শাহরুখ খানের নতুন ছবি নিয়ে, কী বলছেন দর্শকেরা? কলকাতা থেকে শুরু করে দিল্লি... বিভিন্ন শহরের প্রেক্ষাগৃহ ঘুর দেখল এবিপি লাইভ। 

Continues below advertisement

কলকাতা: কলকাতায় প্রথম দিনের প্রথম শো ছিল ভোর ৫টায়। সকাল থেকে মুষলধারে বৃষ্টি আর আকাশের মুখ ভার। তবে তাতে কী টলল 'জওয়ান' ঝড়? ভিড়ে ছবিটা বলে দিচ্ছে, একটুও না। সকাল ৫টা থেকে শুরু করে শহরের একাধিক প্রেক্ষাগৃহে ভিড় জমাচ্ছেন দর্শকেরা। শুধু কলকাতা কেন, গোটা দেশের ছবিটা প্রায় একই রকম। 'এক্স' অ্যাকাউন্টে প্রত্যেকেই শেয়ার করে নিচ্ছেন 'জওয়ান' দেখা অভিজ্ঞতা। 'পাঠান' (Pathaan) -কেও কি টেক্কা দিল 'জওয়ান' (Jawan)? শাহরুখ খানের (Shah Rukh Khan)-এর নতুন ছবি নিয়ে, কী বলছেন দর্শকেরা? কলকাতা থেকে শুরু করে দিল্লি... বিভিন্ন শহরের প্রেক্ষাগৃহ ঘুর দেখল এবিপি লাইভ (ABP Live)। 

Continues below advertisement

 

Continues below advertisement
Sponsored Links by Taboola